নরসিংদীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত পরিবেশ রক্ষায় আমাদের ব্যক্তিগত অভ্যাস পরিবর্তন প্রয়োজন -ড. সুভাষ চন্দ্র বিশ্বাস
স্টাফ রিপোর্টার: চারপাশে যা আছে, তাই আমাদের পরিবেশ এই বোধ ধারণ করতে পারলে প্রতিদিন ঝাড়ুদারদের একগাদা কাগজ আর পলিথিন সংগ্রহ করতে হতো না। পরিবেশ রক্ষায় আমাদের ব্যক্তিগত অভ্যাস পরিবর্তন প্রয়োজন। প্রাচীনকালে মানুষ এবং প্রকৃতির মধ্যে একটা নিবিড় সম্পর্ক ছিল। সেকালে প্রকৃতি এবং মানুষের মাঝে কোনো সংঘাত ছিল না। কিন্তু সাম্প্রতিককালে পরিবেশ এবং মানুষের মধ্যে সে সম্পর্কের অবনতি ঘটছে। মানুষ প্রকৃতির দাস। বিজ্ঞানীদের মতে, একটি সুস্থ প্রাকৃতিক পরিবেশ গড়ে তুলতে হলে মোট সে দেশের জমির ৩৩ শতাংশ বনাঞ্চল থাকা উচিত।
আজ সোমবার নরসিংদীতে বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস উপরোক্ত কথাগুলো বলেন। দিবসটি পালনে নরসিংদী পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের পক্ষ হতে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। ‘প্রাণের স্পন্দনে প্রকৃতির বন্ধনে’ প্রতিপাদ্য নিয়ে দিবসটি পালিত হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল সকাল ১১টায় আলোচনা সভা ও শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আমেনা বেগম (বিপিএম), সিভিল সার্জন এর প্রতিনিধি ডা. আবু কাওসার সুমন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আ.ন.ম. ফয়জুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. আ: সালাম সরকার। আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস আরো বলেন, আমাদের স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, কবরস্থান ও ঈদগাহের আশপাশে অনেক জায়গা আছে যেখানে অনেক গাছপালা লাগানো যায়। এটা আমাদের পরিবেশকে করবে আরো সুন্দর ও মনোরম। কিন্তু আমরা সেদিকে লক্ষ্য করি না। কতিপয় মানুষের অপরিণামদর্শী কর্মকা-ে পরিবেশের ওপর যে আঘাত আসছে তা আমাদের কাম্য নয়। কাজেই সতর্ক হওয়া ছাড়া গত্যন্তর নেই। গাছ আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। তাই গাছকে আমাদের ভালোবাসতেই হবে।
বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে গত ২৬ মে শুক্রবার নরসিংদী পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মো. আ: সালাম সরকার এর সভাপতিত্বে নরসিংদী জেলা শিশু একাডেমী প্রাঙ্গণে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রকৃতি, জীবন ও পরিবেশ বিষয়ের উপর তিনটি গ্রুপে তিনজন করে মোট নয়জন প্রতিযোগিকে বিজয়ী ঘোষণা করা হয়। সে সকল বিজয়ীদের মধ্যে গতকাল আলেচনা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
0 comments:
Post a Comment