নরসিংদীতে বিদেশী পিস্তল ও গুলিসহ ১ সন্ত্রাসীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ
১ সন্ত্রাসীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ
তৌহিদুর রহমান: নরসিংদীর মাধবদী থানাধীন ভগিরথপুর এলাকা হতে বিদেশী পিস্তল ও গুলিসহ তৌকির নামের এক সন্ত্রাসীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
আটককৃত অস্ত্রবাজ তৌকির আহম্মেদ (২৪) ভগিরথপুর এলাকার মৃত ইব্রাহীম মিয়ার ছেলে। গতকাল রোববার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক খোকন চন্দ্র সরকার বিশেষ অভিযান চালিয়ে ভগিরথপুর ভুইয়া টেক্সটাইলের পিছন থেকে তাকে আটক করেন। এ সময় তার কাছে থেকে ১টি বিদেশী পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গোয়েন্দা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসী তৌকিরকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়। তৌকির বিভিন্ন অপরাধমুলক কাজ করার জন্যই পিস্তল বহন করতো। সে ভগিরথপুর এলাকায় বিভিন্ন ব্যবসায়ির কাছ থেকে অস্ত্র দেখিয়ে চাঁদা আদায় করতো। এলাকার লোকজন তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে। গোয়েন্দা পুলিশ অস্ত্রসহ তৌকিরকে গ্রেফতারের খবরে এলাকার বাসিন্দাদের মধ্যে ব্যাপক আনন্দ বিরাজ করছে। অবৈধ অস্ত্র ও গুলি বহনের অপরাধে তার বিরুদ্ধে মাধবদী থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
0 comments:
Post a Comment