স্টাফ রিপোর্টার: নরসিংদীর বেলাব উপজেলার হাড়িসাংগান গ্রামের বিধবা ঝরনা বেগমের জমি অবৈধভাবে দখল করার অভিযোগ পাওয়া গেছে।
এছাড়াও ঝরনা বেগমের উপর ভূমিদস্যূদের অমানবিক শারীরিক নির্যাতন দিন দিন বেড়েই চলেছে। জানা গেছে, দীর্ঘদিন যাবত একই গ্রামের কামাল হোসেন, সাখাওয়াত হোসেন, সাধনা বেগম, লুৎফা বেগম, ইমান আলী, শান্তি বেগম, হাজেরা বেগম, নুরজাহান বেগমসহ আরো অজ্ঞাতনামা ভূমি দুস্যুরা ঝরনা বেগমের জমি-জমা, বাঁশঝাড় দখলে নিয়েছে। জানা যায়, শুধু দখলেই ক্ষান্ত হয়নি চক্রটি। ঝরনা বেগমের উপর কয়েকদিন বাদে বাদেই শারীরিক নির্যাতন চালিয়ে যাচ্ছে চক্রটি। ঝরনা বেগমের কলাগাছ, বাঁশঝাড় কেটে সাবার করে দিয়েছে চক্রটি। এ সকল বিষয়ে অসহায় ঝরনা বেগম বারংবার স্থানীয় ভাবে সালিশি বৈঠকের মাধ্যমে আপোষ মীমাংসা করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। ঝরনা বেগম ন্যায় বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। তিনি তার স্বামীর শেষ সম্বল জমিটুকু ফিরে পেতে চায়। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঝরনা বেগমের ছেলেদের উপরও সম্প্রতি চড়াও হয়ে প্রতিপক্ষরা হামলা চালিয়েছে। এ ব্যাপারে ঝরনা বেগম বাদী হয়ে সম্প্রতি নরসিংদীর পুলিশ সুপার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

0 comments:

Post a Comment