স্টাফ রিপোর্টার: আজ সোমবার বিশ্ব পরিবেশ দিবস। দিবসটি পালনে নরসিংদী পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের পক্ষ হতে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। ‘প্রাণের স্পন্দনে প্রকৃতির বন্ধনে’ প্রতিপাদ্য নিয়ে আজ ৫ জুন দিবসটি পালিত হচ্ছে।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ সকাল ১১টায় আলোচনা সভা ও শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নরসিংদীর জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার আমেনা বেগম (বিপিএম), সিভিল সার্জন ডা. সুলতানা রাজিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আ.ন.ম. ফয়জুল হক। অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. আ: সালাম সরকার সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
এর আগে বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে গত ২৬ মে শুক্রবার নরসিংদী পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মো. আ: সালাম সরকার এর সভাপতিত্বে নরসিংদী জেলা শিশু একাডেমী প্রাঙ্গণে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা অনুষ্ঠানে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বশির আহম্মেদ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আ: হাই, নরসিংদী চেম্বার অব কমার্সের পক্ষ হতে মোমেন মোল্লা, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অভিভাবকগণ উপস্থিত ছিলেন। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রকৃতি, জীবন ও পরিবেশ বিষয়ের উপর তিনটি গ্রুপে তিনজন করে মোট নয়জন প্রতিযোগিকে বিজয়ী ঘোষণা করা হয়। আজ সে সকল বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।
উল্লেখ্য, নরসিংদীতে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। গত বছরের অক্টোবর মাস হতে এ বছরের মে মাস পর্যন্ত নরসিংদীতে পরিবেশ অধিদপ্তর ৯টি ডাইং কারখানা ও ১টি ইলেকট্রনিক্স প্রোডাক্টস কারখানাকে ১০ কোটি ৬৭ লক্ষ ৮০ হাজার ৭ শত ৯২ টাকা জরিমানা করেছে। এছাড়াও শতকরা ৯৬ ভাগ ইটভাটা নরসিংদীতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে।


0 comments:

Post a Comment