রায়পুরায় ছাত্রলীগের প্রতিবাদ সভা
রায়পুরা প্রতিনিধি: রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফয়জুল্লাহ খন্দকার মিন্টুর বিরুদ্ধে চাঁদাবাজী মামলার দায়েরের প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা, পৌর এবং ২৪ ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির আহবায়ক মো. হাসিব আহম্মেদ জাকির। চান্দেরকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান জনির সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আফিল উদ্দিন আপেল ভেন্ডার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আসাদুল হক চৌধূরী সাকিল প্রমূখ। এ সময় ফয়জুল্লাহ খন্দকার মিন্টুর বিরুদ্ধে চাঁদাবাজি মামলাটি প্রত্যাহারের দাবী জানান বক্তারা। পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
0 comments:
Post a Comment