স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এসএম কাইয়ূম গ্রেফতার হয়েছেন। আজ সোমবার সকালে নরসিংদী ডিবি পুলিশ তাকে রাহাত সরকার হত্যামামলার আসামী হিসেবে নরসিংদী শহরের পশ্চিম কান্দাপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে।
জানা গেছে, গত ৬ মে শনিবার রাতে মাধবদীর আব্দুল্লাহ বাজার এলাকায় গুপ্তঘাতকদের হাতে নরসিংদী শহরের শীর্ষ সন্ত্রাসী রাহাত সরকার খুন হয়। ঘটনার ৩ দিন পর নিহত রাহাতের বড় বোন ফারহানা সুমা বাদী হয়ে ৪ জনকে নামে এবং বেনামে আরো ৫ জনকে আসামী করে মাধবদী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এতে ছাত্রলীগ নেতা ও নরসিংদী সরকারি কলেজের সাবেক জিএস এসএম কাইয়ুমকে আসামী করা হয়। অন্যান্য আসামীদের মধ্যে রয়েছে এসএ টিভির নরসিংদী সংবাদদাতা সজল ভূইয়া এবং মামলার বাদীনির স্বামী লাখ মিয়াসহ আরো ২ জনকে। ছাত্রলীগ নেতা এসএম কাইয়ূমের বিরুদ্ধে মামলা দায়ের করা হলেও তিনি তার নিজ বাসা ছেড়ে কোথাও যান নি। ঘটনার ২৬ দিন পর পুলিশ তাকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করেছে। তাকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাবেক অনেক নেতাকর্মী ও সমর্থক তাকে দেখার  জন্য নরসিংদী সদর মডেল থানা ও পুলিশ অফিসের সামনে ভীড় জমায়।


0 comments:

Post a Comment