গ্রামীণ দর্পণ ডেস্ক: কিশোরগঞ্জের প্রাণকেন্দ্র বন্দরনগরী ভৈরব বাজারে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা চালু করেছে চেম্বার অব কমার্স। ব্রিটিশ আমলে গড়ে ওঠা এই বিশাল বাজারটিকে আইন-শৃঙ্খলার উন্নতি, চুরি-ডাকাতি, ছিনতাই বন্ধ ও জান-মালের নিরাপত্তার স্বার্থে এসব সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এ ছাড়া উপজেলা কমপ্লেক্স, রেল স্টেশন ও ভৈরব থানাসহ ব্যক্তি উদ্যোগে শহরের বেশিরভাগ শপিং মল, বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা।
ব্যবসায়ীরা জানায়, আধুনিক যোগাযোগ ব্যবস্থা সমৃদ্ধ শহর ও ব্যবসা-বাণিজ্যের কেন্দ্রবিন্দু ভৈরব বাজার। প্রতিদিন এই বাজারে কোটি কোটি টাকা লেনদেন হয়ে আসছে। এই সুবাদে বাজারটিতে ২২টি ব্যাণিজিক ব্যাংকের শাখা রয়েছে। ফলে শহরজুড়ে চিহ্নিত ছিনতাইকারীদের আনাগোনা রয়েছে। এ কারণে প্রায়ই ঘটে চুরি-ডাকাতি ও ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড। কখনো কখনো দিবালোকে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নেয়ার ঘটনাও ঘটে থাকে এই শহরের অলিগলিতে। আর এসব থেকে রেহাই পেতে ও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার কাজে লাগিয়ে ভৈরব বাজারের গুরুত্বপূর্ণ শতাধিক পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
এছাড়া ব্যক্তি উদ্যোগে শপিংমল, ব্যবসা প্রতিষ্ঠান, কল-কারখানা, শিক্ষা প্রতিষ্ঠান ও বাসা-বাড়িতে অন্তত পাঁচ শতাধিক সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে উপজেলা কমপ্লেক্সে, রেল স্টেশন, ভৈরব থানাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানেও। এতে অনেকাংশে চুরি-ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধ কমেছে বলে দাবি ব্যবসাায় ও সুবিধা ভোগীদের। 
এ বিষয়ে ভৈরব চেম্বার অব কমার্স সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আশা করছি সিসি ক্যামেরা সুফল বয়ে আনবে।’ ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেসুর রহমান বলেন, ‘সিসি ক্যামেরা স্থাপনের ফলে কোনো ঘটনা ঘটলে রেকর্ড সংগ্রহ করে সহজে অপরাধী শনাক্ত করা সম্ভব হবে।’
ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা আহমেদ বলেন, ‘জঙ্গি ঠেকাতে আমরা এসিল্যান্ড অফিস, থানা ও উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনে সিসি ক্যামেরা স্থাপন করেছি। এর মাধ্যমে জনগণ সচেতন হচ্ছেন। ফলে ব্যক্তি উদ্যোগেও বাড়ছে সিসি ক্যামেরার ব্যবহার। সূত্র: ইন্টারনেট


0 comments:

Post a Comment