নরসিংদীবাসীকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী, স্থানীয় সাংসদগণ, জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ বিশিষ্টজনেরা
স্টাফ রিপোর্টার: বছর ঘুরে আবারও এল খুশির ঈদ। সাম্য-মৈত্রী-শান্তি আর মুসলিম উম্মাহর ঐক্যের সওগাত নিয়ে প্রতি বছর আমাদের মাঝে উপস্থিত হয় ঈদ-উল-ফিতর। এদিন হিংসা-বিদ্বেষ ভুলে যায় মানুষ। তাদের ভেতর কোনো আমিত্ব থাকে না। ঈদুল ফিতর একই সঙ্গে উৎসব ও ইবাদতের আধ্যাত্মিক স্বাদ দিয়ে যায় প্রতিটি মুমিনের মনে। ধর্মীয় মূল্যবোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনা শৃঙ্খলিত করে। ঈদের আনন্দ-চেতনার ছোঁয়া মানবিকতা জাগ্রত করে। এই শুভক্ষণকে সামনে রেখে নরসিংদীবাসীকে পানিসম্পদ প্রতিমন্ত্রী, স্থানীয় সাংসদগণ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিশিষ্টজনেরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নরসিংদীবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ প্রতিমন্ত্রী লে. কর্ণেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম (বীর প্রতিক) এমপি, পলাশের সাংসদ আলহাজ্ব কামরুল আশরাফ খান পোটন, শিবপুরের সাংসদ আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা, মনোহরদী- বেলাব’র সাংসদ এড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, রায়পুরার সাংসদ রাজিউদ্দিন আহম্মেদ রাজু, নরসিংদীর সংরক্ষিত মহিলা আসনের সাংসদ রহিমা খাতুন, নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন ভূইয়া, নরসিংদীর জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ^াস, নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম (বিপিএম), নরসিংদী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মন্জুর এলাহী, পলাশ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আরিফ-উল ইসলাম মৃধা, মনোহরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বীরু, বেলাব উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব বিপ্লব, রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, নরসিংদীর পৌর মেয়র আলহাজ্ব কামরুজ্জামান কামরুল, মাধবদীর পৌর মেয়র আলহাজ্ব মোশাররফ হোসেন প্রধান মানিক, ঘোড়াশাল পৌর মেয়র শরীফুল হক শরীফ, মনোহরদী পৌর মেয়র আমিনুর রশিদ সুজন, রায়পুরা পৌর মেয়র জামাল মোল্লাসহ আরো অনেকে নরসিংদীবাসীকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
নরসিংদীর বিশিষ্ট শিল্পপতি শিক্ষানুরাগী ও থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির মোল্লা, আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ও দৈনিক গ্রামীণ দর্পণ এর সম্পাদক মন্ডলীর সভাপতি ও কমিউনিটি পুলিশিং জেলা কমিটির সভাপতি ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী সংবাদপত্র পরিষদের সভাপতি হারুনুর রশিদ হারুন, দৈনিক গ্রামীণ দর্পণ’র প্রকাশক-সম্পাদক, চ্যানেল গ্রামীণ দর্পণের সিইও, বাংলাদেশ বেতার এর নরসিংদী জেলা সংবাদদাতা ও নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য কাজী আনোয়ার কামাল, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মামুন, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর সূর্য্যকান্ত দাস, নরসিংদী সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কালাম মাহমুদ নরসিংদীবাসীর সমৃদ্ধি, শান্তি ও মঙ্গলময় সফলতা কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন।
ঈদ শুধু নিছক আনন্দ আর ফুর্তির নয়, এ থেকে আমাদের জীবনের জন্য শিক্ষণীয় আছে অনেক কিছুই। ঈদুল ফিতর মুসলমানদের ধর্মীয় ও জাতীয় জীবনের শ্রেষ্ঠতম আনন্দ উৎসব হিসেবে প্রতিষ্ঠিত। পবিত্র রমজানের রহমত, মাগফিরাত ও নাজাতের শেষেই আসে খুশির ঈদ। পশ্চিমাকাশে উদিত শাওয়ালের রূপালি চাঁদ আনন্দের বারতায় উদ্বেলিত করে আমাদের মন ও প্রাণ। রোজাদারের মনে এর চেয়ে খুশি ওই মুহূর্তে আর কিছুই থাকে না। শাওয়ালের চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গেই প্রতিটি মুমিন মুসলমানের ঘরে আনন্দের ঢল নামে। নবী করিম (সা.) বলেছেন, 'প্রত্যেক জাতিরই আনন্দ রয়েছে। আমাদের আনন্দ হলো ঈদ।' পৃথিবীর বাংলা ভাষাভাষী অঞ্চল, বিশেষ করে বাংলাদেশে ঈদের একটি গান অত্যন্ত জনপ্রিয়। ঈদের আগের রাত থেকে টেলিভিশন, রেডিও থেকে শুরু করে রাস্তার পাশের দোকান, মার্কেট সর্বত্র বাজতে শুরু করে, "ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ।" এই একটি গানই ঈদ-উল-ফিতরের জানান দিতে যথেষ্ট। মুসলমানদের অন্যতম ধর্মীয় ও আনন্দের উৎসব ঈদ-উল-ফিতর নিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত কালজয়ী গান। বাঙালি মুসলমানের ঈদ উৎসবের আবশ্যকীয় অংশ। কবির শিষ্য শিল্পী আব্বাস উদ্দিন আহমদ-এর অনুরোধে ১৯৩১ সালে কবি নজরুল এই গান রচনা ও সুরারোপ করেন। সবাইকে আবারো দৈনিক গ্রামীণ দর্পণ ও চ্যানেল গ্রামীণ দর্পণ পরিবারের পক্ষ থেকে রইল অনেক অনেক শুভ কামনা ও ঈদ মোবারক।
0 comments:
Post a Comment