শিবপুরে আওয়ামীলীগের ৬৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা
শিবপুর থেকে সংবাদদাতা: বাংলাদেশ আওয়ামীলীগের ৬৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শিবপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে আলোচনা শেষে এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
শিবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান, আলহাজ্ব হারুনুর রশীদ খানের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিলের পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল ইসলাম ভূইয়া মোহন। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সদস্য আজিজুর রহমান খান ভুলু মাস্টার, জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মো. মহসিন নাজির, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঙ্গুর মৃধা, মুক্তিযোদ্ধা এ.কে নাসিম আহমেদ হিরণ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক খান, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী তাপসি রাবেয়া, উপজেলা সাবেক ছাত্রলীগের সভাপতি ইফতেখার উদ্দিন খান নিপুন, কৃষকলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন। এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
0 comments:
Post a Comment