শিবপুর থেকে সংবাদদাতা: শিবপুর উপজেলার দুলালপুর মোড় বাজার প্রাঙ্গণ কার্যালয়ে গতকাল শুক্রবার বিকেলে দুঃস্থ মানব কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে ২শত শাড়ী ও লুঙ্গী কাপড় দুলালপুর ৭টি গ্রামের দুঃস্থদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়।
দুঃস্থ মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ও উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক জহিরুল হক মোল্লা হারুনের সভাপতিত্বে ও দুঃস্থ মানব কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাজহারুল হক সেতুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেব কর্মকর্তা মো. মাহমুদুর রহমান।
দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিবপুর দুঃস্থ মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন স্বপনসহ সংগঠনের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছানাউল্লা শিকদার, খোরশেদ আলম মোল্লা, আলমগীর হোসেন রতন, সোহবার হোসেন, হুমায়ুন কবীর, নাদিমুল ইসলাম ভূঁইয়া, বকুল, পারুল বেগম, আপেল বেগম, বিলকিছ বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

0 comments:

Post a Comment