স্টাফ রিপোর্টার: এপেক্স ক্লাব অব ভৈরব, নরসিংদীর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দু:স্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
আজ শনিবার সকালে নরসিংদী উপজেলামোড়স্থ সাপ্তাহিক আজকের চেতনা কার্যালয়ে ৫০ জন মহিলা ও পুরুষ’র মাঝে বস্ত্র বিতরণ করেন ক্লাব প্রেসিডেন্ট এপে. এবিএম আজরাফ টিপু। এ সময় উপস্থিত ছিলেন ক্লাব সেক্রেটারী এন্ড ডিএনই এপে. মু. নাছিবুর রহমান খান, অতীত প্রেসিডেন্ট এপে. শফিকুল ইসলাম শেখ তুলু, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডা. শফিকুল ইসলাম স্বপন, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. একেএম শাহরিয়ার সাকীর, এপে. কাজী আনোয়র কামাল, এপে. জসিম উদ্দিন জাহাঙ্গীর, এপে. মো. মতিউর রহমান জাকির, এপে. নোমান ভূইয়া প্রমুখ।

0 comments:

Post a Comment