স্টাফ রিপোর্টার: নরসিংদীর দত্তপাড়ার শীর্ষ সন্ত্রাসী চাঞ্চল্যকর সুজন হত্যা মামলার আসামী শিপলু গ্রেফতার হয়েছে। গতকাল রবিবার বিকেলে নরসিংদী থানা পুলিশ তাকে শহরের নিমতলী এলাকা থেকে গ্রেফতার করেছে। তার নিকট থেকে উদ্ধার করা হয়েছে একটি পিস্তল ও ৬ রাউন্ড গুলি। জানা গেছে, দত্তপাড়া মহল্লার শাহজাহানের পুত্র শিপলু একজন পেশাদার সন্ত্রাসী। তার বিরুদ্ধে বাদুয়ারচরের চাঞ্চল্যকর সুজন হত্যামামলাসহ বহুসংখ্যক খুন, ডাকাতি, চাঁদাবাজী, রাহাজানী ও অস্ত্রবাজী মামলা এবং অভিযোগ রয়েছে। সে গত ২৪ জানুয়ারি শহর এলাকার বাদুয়ারচরের হানিফ মিয়ার পুত্র সুজনকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। দীর্ঘদিন পলাতক থাকার পর রবিবার বিকেলে খুনি শিপলু, সুজন হত্যা মামলার আসামী কামাল ও ফয়সালকে মোটর সাইকেলে বসিয়ে শহরের গুড়পট্টি থেকে নিমতলা দিয়ে বেরিয়ে যাবার সময় নরসিংদী সদর মডেল থানার দারোগা মোজাফ্ফরসহ থানা পুলিশ তাকে গ্রেফতার করে। এ সময় তার মোটরসাইকেলে থাকা খুনি কামাল ও ফয়সাল লাফিয়ে নেমে দৌড়ে পালিয়ে যায়। পুলিশ তাদেরকে গ্রেফতার করতে পারে নি।


0 comments:

Post a Comment