আল-আমিন মিয়া, পলাশ প্রতিনিধি: পলাশ উপজেলাতে ১০ লাখ টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জয়নাল হোসেন (২৯) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে পলাশ থানা পুলিশ।
গতকাল রোববার রাতে পলাশ উপজেলার ঘোড়াশালে শহীদ ময়েজউদ্দিন সেতুতে চেকপোস্টের মাধ্যমে ৩ হাজার ২ শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও মাদক ব্যবসায়ি জয়নাল হোসেনকে আটক করা হয়। আটককৃত জয়নাল হোসেন ব্রাক্ষণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার মুক্তা-রামপুর গ্রামের হাসেম মিয়ার ছেলে। থানা সুত্রে জানা যায়, আটককৃত জয়নাল হোসেন দীর্ঘদিন যাবত নরসিংদী জেলা সহ বিভিন্ন জেলায় ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে আসছে। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদের নির্দেশে ঘোড়াশালে শহীদ ময়েজউদ্দিন সেতুতে বিশেষ পুলিশ চেকপোস্ট পরিচালনা করেন, ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনর্চাজ পুলিশ পরিদর্শক মো. গোলাম মোস্তফা ও এসআই এ.বি. সিদ্দিক। এ সময় সন্দেহভাজন হিসাবে জয়নালকে তল্লাশি করলে তার কাছ থেকে ৩ হাজার ২ শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এবং জয়নালের সাথে থাকা আরো তিন মাদক ব্যবসায়ি পালিয়ে যায়। এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, আটককৃত জয়নাল হোসেন একজন পেশাধার মাদক ব্যবসায়ি তার বিরুদ্ধে ও জয়নালের সাথে থাকা যারা পালিয়ে গেছে তাদেরকে পালাতক দেখিয়ে ৪ জনের বিরুদ্ধে এসআই এ.বি. সিদ্দিক বাদী হয়ে পলাশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


0 comments:

Post a Comment