মো. নজরুল ইসলাম: গতকাল রবিবার সকাল ১২টায় মাধবদী পৌরসভার অর্থায়নে মাধবদী নতুন বাসস্ট্যা-ে জনসাধারণের জন্য বিশুদ্ধ ঠান্ডা খাবার পানি পানের সুব্যবস্থা ও উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন পৌর মেয়র।
একই দিনে দক্ষিণ বিরামপুর হাবি মিয়ার বাড়ি হতে হারুন মিয়ার বাড়ি এবং রনি ডাইং পর্যন্ত আরসিসি রাস্তা এবং আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন মাধবদী পৌরসভার মেয়র আলহাজ¦ মোশাররফ হোসেন প্রধান মানিক। এ সময় উপস্থিত ছিলেন মাধবদী শহর আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ সালাহ উদ্দিন আহমেদ, পৌরসভার প্যানেল মেয়র হাজী সালাহউদ্দিন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর শেখ ফরিদ, ৬নং ওয়ার্ড কাউন্সিলর হাজী দেলোয়ার হোসেন, পৌর ইঞ্জিনিয়ার মো. মনিরুজ্জামান, নুরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আরিফ হোসেন, সমাজসেবক হাজী মুজিবুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

0 comments:

Post a Comment