স্টাফ রিপোর্টার: দৈনিক আলামিন পত্রিকার জেলা প্রতিনিধি ও সাপ্তাহিক নরসিংদীর খবর পত্রিকার স্টাফ রিপোর্টার হলধর দাসকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার ১০ টা ৭ মিনিটে মোবাইল ফোনের মাধ্যমে তাকে এই হুমকি দেয়া হয়েছে।
ঘটনার সূত্রে জানা গেছে, সম্প্রতি আলম ভূইয়া নামে এক লম্পট রায়পুরা উপজেলার নলবাটা গ্রামে এক স্কুল ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অপচেষ্টা চালায়। কিন্তু ঘটনাক্রমে ঐ ছাত্রী তার কবল থেকে নিজেকে মুক্ত করে ঘটনাটি তার মা এবং আত্মীয়-স্বজনকে জানায়। পরে এই ঘটনা নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান শতশত মানুষের উপস্থিতিতে ইউপি মেম্বার, আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে এক শালিস দরবার করে। এই শালিস দরবারে লম্পট আলম ভূইয়া তার দোষ স্বীকার করলে দরবারীরা তাকে ২ লাখ টাকা জরিমানা এবং প্রকাশ্য দরবারে জুতা মারার রায় ঘোষণা করেন। দরবারের রায় অনুযায়ী লম্পট আলম ভূইয়ার বড় ভাই রাজু ভূইয়া নিজ হাতে আলম ভূইয়াকে জুতাপেটা করে রায় কার্যকর করে। এই দরবারের খবর বিভিন্ন পত্রপত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সচিত্রভাবে প্রচারিত হওয়ায় রাজু ভূইয়া ও তার পরিবারের লোকজন সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয়। এরই ফলশ্রুতিতে সোমবার মিলন নাম পরিচয়দানকারী এক ব্যক্তি তার মোবাইল ফোন ০১৭৮১-৭৮০০৮১ নম্বর থেকে সাংবাদিক হলধর দাসের মোবাইল নাম্বারে ফোন করে সংবাদ প্রকাশের জন্য প্রথমে মানহানির মামলার হুমকি দেয়। পরে তাকে পুলিশ দিয়ে চোখ বেধে নিয়ে যাবার হুমকি দেয়। সর্ব শেষ সাংবাদিক হলধর তার নিকট নতি স্বীকার না করায় তাকে হত্যার হুমকি দেয়। কথিত মিলন জানায় সে আলমের বড় ভাই রাজু ভূইয়ার বন্ধু। তার বাড়ি জামালপুর। সে একটি সরকারি দফতরে চাকুরী করে। এ ব্যাপারে নরসিংদী সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।


0 comments:

Post a Comment