স্টাফ রিপোর্টার: নরসিংদী জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. নাজমুল হোসেন খাঁন, সহ-উপ পরিদর্শক মো. জাকির হোসেন, সিপাহী মো. ইউনুস আলী, মো. মাইন উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল সোমবার অভিযান চালিয়েছে। মাদক বিরোধী অভিযান চালিয়ে নরসিংদী সরকারি কলেজের পূর্ব পাশে মডেল কলেজের মহিলা হোস্টেলের নির্মাণাধীন পরিত্যক্ত ভবনে ৪/৫ জন মাদকসেবী ও বিক্রির জন্য একত্রিত হলে গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য অধিদপ্তর কর্মকর্তাগণ মাদক বিক্রেতা মুরাদ সরকার (২০), রাহাত হোসেন (২২) দু’জনকে ৮০০ গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামসহ গ্রেফতার করা হয়। পরে তাদের মোবাইল কোর্টের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদ- দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ সময় অন্যান্য মাদকসেবীরা পুলিশের অভিযান টের পেয়ে পালিয়ে যায়। এ সকল মাদকসেবীরা নরসিংদী মডেল কলেজের মহিলা হোস্টেলে কলেজ থেকে আসা যাওয়ার সময় ছাত্রীদেরকে ইভটিজিং করতো বলে জানা যায়।

0 comments:

Post a Comment