শিবপুর প্রতিনিধি: শিবপুরে বজলুল খান (৬০) নামে এক কৃষককে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় কুপিয়ে হত্যা করেছে এক মাদকসেবী।
জানা গেছে, উপজেলার উত্তর সাধারচর গ্রামের মৃত গিয়াস উদ্দিন ভূঞার ছেলে শরীফ একজন মাদক সেবী ও সন্ত্রাসী। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। তার কথার বাহিরে গেলেই মানুষের উপর সে হামলা চালায়। ইতিপূর্বে সে আরো দু’জনকে কুপিয়ে আহত করেছে বলে এলাকাবাসী জানিয়েছে। মাদকসেবী শরীফের বেকারত্ব থেকে সে মাদকসেবী ও সন্ত্রাসী হয়ে উঠেছে। সোমবার নিহত বজলুল খানের খরের গাদা থেকে শরীফ জোর পূর্বক তার গরুর জন্য খর নিয়ে যায়। এতে বজলুল খান বাধা দিলে শরীফ ক্ষিপ্ত হয়ে উঠে এবং তাকে মেরে ফেলার হুমকি দেয়। এরই জের ধরে বজলুল খান কে বাড়ির পার্শ্বে দা দিয়ে ঘাড়ে কুপিয়ে হত্যা করে শরীফ। এ ব্যাপারে শিবপুর মডেল থানার ওসি (তদন্ত) মোল্লা আজিজুর রহমান বলেন, খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার রেজওয়ান আহমেদসহ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। অপরাধীকে ধরতে অভিযান চলছে।

0 comments:

Post a Comment