রায়পুরায় হতদরিদ্রদের কর্মসৃজন প্রকল্পে অনিয়মের অভিযোগ
রায়পুরা প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা উপজেলায় হতদরিদ্রদের জন্য কর্মসৃজন ৪০ দিনের কর্মসূচীর বিভিন্ন প্রকল্পে অনিয়মের সংবাদ গত কয়েকদিনে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর টনক নড়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। সংবাদ প্রকাশের পর থেকে শতভাগ শ্রমিক কর্মস্থলে কাজ করতে দেখা গেছে। বিশেষ করে উপজেলার মহেষপুর ইউনিয়নের প্রভাব পড়েছে সবচেয়ে বেশি। মঙ্গলবার উক্ত ইউনিয়নের বিভিন্ন প্রকল্প ঘুরে শ্রমিকদের উপস্থিতির সত্যতা মিলে। এ ব্যাপারে মহেষপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ বলেন, প্রচন্ড গরম ও রোজার কারণে কয়েকজন শ্রমিক কাজে আসতে পারে নি। আর ঐদিনই কিছু সংখ্যক শ্রমিকদের অনুপস্থিতির বিষয়টি সাংবাদিক ভাইদের চোখে পড়ে। এ বিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হবার পর থেকে আর কোন শ্রমিক কাজে অনুপস্থিত নেই। বাকীদিনগুলোতেও তাদের উপস্থিতির বিষয়টি আমার খেয়াল থাকবে।
0 comments:
Post a Comment