রায়পুরা প্রতিনিধি: রায়পুরা উপজেলার পাড়াতলী ইউনিয়নের ২০১৭-২০১৮ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে ১ কোটি ২৬ লাখ ৪৬ হাজার ১শত ৮৩ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২৫ লাখ ১ হাজার ৬৫ টাকা। বাজেটে উদ্বৃত্ত ধরা হয়েছে ১ লাখ ৪৫ হাজার ১৮ টাকা। সম্প্রতি আনুষ্ঠানিক ভাবে এ উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পাড়াতলী ইউপি চেয়ারম্যান ও অনুষ্ঠানের সভাপতি মো. রফিকুল ইসলাম। এ সময় ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


0 comments:

Post a Comment