সংবাদদাতা: নরসিংদীর মনোহরদীতে পূর্ব শত্রুতার জের ধরে দুই একর জমির মৎস খামারের বাঁধ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এতে খামারের সব মাছ বের হয়ে যাওয়ায় এখন পথে বসার উপক্রম হয়েছে খামারী আবু বকরের। ঘটনাটি ঘটেছে উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের সরাইকান্দী গ্রামে। এ ঘটনায় আবু বকর সিদ্দিক বাদী হয়ে মনোহরদী থানায় অভিযোগ দায়ের করেছেন।
আবু বকর জানায়, গত মঙ্গলবার রাতে একই গ্রামের খোকন মিয়া, কফিল উদ্দিন, হিরন মিয়াসহ ৮/৯ জন সংঘবদ্ধ দল দেশীয় অ¯্র নিয়ে খামারে প্রবেশ করে দক্ষিণ পাশের বাঁধ কেটে ফেলে। ফলে সারা রাতে দুই একর জমির মৎস খামারের সব মাছ বের হয়ে যায়। এতে তার তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান।
সিদ্দিক জানান, পরদিন সকালে খামারে গিয়ে এমন অবস্থা দেখে আমি অভিযুক্তদের জিজ্ঞাসা করলে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে কিল-ঘুষি, লাথি দিয়ে মাটিতে ফেলে দেয়। পরে আমার চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা মনোহরদী থানার এস আই মো. কবির হোসেন জানান, অভিযোগ পাওয়ার পর এলাকায় গিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।
Home
»
»Unlabelled
» মনোহরদীতে পূর্ব শত্রুতায় রাতের আধারে মৎস খামারের বাঁধ কেটে ফেলার অভিযোগ
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment