ছাইয়েদুল ইসলাম: বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক কার্যক্রম পরিদর্শন করলেন কমিশনের প্রতিষ্ঠাতা মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদার।
গতকাল শুক্রবার সন্ধ্যায় কমিশনের ঢাকা মহানগর উত্তরের নিজ কার্যালয়ে এসে সাংগঠনিক কর্ম তৎপরতা পর্যবেক্ষণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক শেখ মো. শহিদুল ইসলাম, কমিশনের আইন বিষয়ক সম্পাদিকা ফেরদৌসী বেগম।
এছাড়াও উপস্থিত ছিলেন, মিরপুর অঞ্চলের সভাপতি মাহবুব রহমান, উত্তরা অঞ্চলের সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ মিয়া, উত্তরা অঞ্চলের যুগ্ম-সাধারণ সম্পাদক এম.এ. সোহগ, খিলক্ষেত থানার নির্বাহী সভাপতি মো. আব্দুল মতিন, বিমানবন্দর থানার সভাপতি মোহাম্মদ নয়ন কবির ভূইয়াসহ বিভিন্ন থানা ও অঞ্চলের সদ্যসরা। 



0 comments:

Post a Comment