স্টাফ রিপোর্টার: রায়পুরায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সম্মানে আলোচনা সভা ও ইফতার দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ বিকেলে উপজেলা মরজাল ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার দোয়া মাহফিলে বিভিন্ন পেশার মানুষ উপস্থিত হলে পুলিশের বাঁধার মুখে নির্ধারিত স্থান ত্যাগ করে অন্যত্র গিয়ে অনুষ্ঠান শেষ করা হয়। আলোচনা সভা ও ইফতার দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি সহ-সম্পাদক সাবেক ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নরসিংদী-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব জামাল আহমেদ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাবেক জিএস হাবিবুর রহমান, আব্দুল আওয়াল, নয়ন মিয়া, আব্দুল বাতেন, আলমগীর প্রধান প্রমুখ।


প্রকাশ তারিখ: ১৮/০৬/১৭ খ্রি.

 

0 comments:

Post a Comment