মো. জসিম উদ্দিন: বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী কল্যান সমিতি নরসিংদী জেলা শাখা ১৫ জুন শুক্রবার ইফতার মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মতিন ভূইয়া, প্রধান আলোচক ছিলেন আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা। বিশেষ অতিথি ছিলেন সাটিরপাড়া  কে কে ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. নুর হোসেন ভূইয়া, নূরালাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. খাদেমুল ইসলাম ফয়সাল, বাংলাদেশ মানবাধিকার কমিশন মাধবদী পৌর শাখার সাধারণ সমপাদক মো. ছবির মিয়া, বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন নরসিংদী জেলা শাখার সভাপতি মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নরসিংদী জেলা শাখার সভাপতি মো. আল আমিন খান। স্বাগত বক্তব্য রাখেন নরসিংদী জেলা শাখার সেক্রেটারী মো. তৌহিদুল ইসলাম। বক্তব্য রাখেন নকশিসের সহ-সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী পাঠান।
প্রধান অতিথি আব্দুল মতিন ভূইয়া বলেন, আপনারা যারা শিক্ষা নিয়ে ও শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করছেন তারা অনেক বড় কাজ করছেন। আপনারা উত্তম সেবা করছেন।
প্রধান আলোচক বলেন, আমরা যে সেই পদেই চাকুরী করি না কেন আমরা সবাই মানব সেবা করি। চাকুরীর ক্ষেত্রে কাউকে ছোট করে দেখার কোন সুযোগ নেই। আমরা সবাই মানব সেবা করছি। আমরা কে বড় পদে আছি, কে ছোট পদে আছি তা বড় কথা নয় আমরা সবাই মানব সেবা করছি।

0 comments:

Post a Comment