মাহবুবুল আলম লিটন, রায়পুরা প্রতিনিধি: রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের ব্রাহ্মণবধুয়া বাজার সংলগ্ন এলাকায় অবস্থিত সাইনিং স্টার ডিজিটাল স্কুলে কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষা চলাকালে প্রকাশ্য দিবালোকে হামলা চালিয়ে প্রতিষ্ঠান ভাঙচুর, অফিসকক্ষে প্রবেশ করে পরীক্ষার খাতাসহ প্রয়োজনীয় কাগপত্রাদি ছিড়ে ফেলা ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা অত্র প্রতিষ্ঠানের প্রাক্তণ শিক্ষক বলে জানান স্কুল কর্তৃপক্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন রায়পুরা থানার এস আই মো. আরফান খান। গতকাল শনিবার সকাল আনুমানিক ১১ঘটিকায় এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকাল আনুমানিক ১১টায় ১৫/২০ জন লোক হঠাৎ করে দা, লাঠিসোটা নিয়ে সাইনিং স্টার ডিজিটাল স্কুলের দিকে যায় এবং কিছুক্ষণ পর প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় কোমলমতি শিক্ষার্থীরা ভয়ে আতঙ্কিত হয়ে শ্রেণিকক্ষের ভিতর থেকে বের হয়ে হাউ মাউ করে এদিকে সেদিক ছুটাছুটি করতে থাকে। এ সময় শিক্ষক রাতুল, তোফাজ্জল, মনিরসহ বেশ কয়েকজন শিক্ষার্থীও আহত হয়েছে বলে জানান।
বিদ্যালয় পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম ওবায়দুল হক বাবুল ও প্রতিষ্ঠানের প্রিন্সিপাল তাছলিমা জান্নাত রুমা জানান, কয়েকদিন পূর্বে বিদ্যালয়ের ভাবমূর্তি ও শিক্ষার মান অক্ষুন্ন রাখতে এবং শতভাগ পাঠদান কার্যক্রম নিশ্চিত করার লক্ষ্যে আলোচনা সাপেক্ষে কয়েকজন শিক্ষককে স্বসম্মানে পাঠদান থেকে অব্যহতি দেওয়া হয়। তারই পরিপ্রেক্ষিতে শনিবার প্রাক্তণ শিক্ষক কফিল উদ্দিন, সোহেলের নেতৃত্বে ১৫/২০ লোক আমার প্রতিষ্ঠানে অতর্কিত হামলা চালায়। এ সময় প্লে থেকে ৪র্থ শ্রেণির পর্যন্ত পরীক্ষা চলছিল। আমি উক্ত ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং হামলাকারীদের আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি।



0 comments:

Post a Comment