স্টাফ রিপোর্টার: শিবপুর উপজেলার খরকমারা গ্রামের কাপড় ব্যবসায়ি আলতাফ হোসেনের ক্রয়কৃত ভূমিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
একই এলাকার মৃত আম্বর আলীর পুত্র আ: আওয়াল, আ: আওয়ালের পুত্র নুরুল ইসলাম, সোহরাফ, বিল্লাল হোসেনের পুত্র জাহাঙ্গীর, মৃত আ: মান্নানের পুত্র সিদ্দিকুল্লাহ, ইদ্দিস আলীর পুত্র আমিন, সিদ্দিকুল্লাহর পুত্র পারভেজ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ১৪শ গজ কাটা তারের বেড়া কেটে এবং ৩০টি জমির সীমানা খুঁটি উঠিয়ে নিয়ে যায়। এ ব্যাপারে আলতাফ হোসেন বাদী হয়ে শিবপুর মডেল থানায় ১টি মামলা দায়ের করেন। থানা পুলিশ উল্লেখিত ব্যক্তিদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করলে আসামীরা আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে মামলার বাদী কাপড় ব্যবসায়ি আলতাফ হোসেনকে মামলা উঠিয়ে নেয়ার জন্য প্রাণনাশের হুমকি দিচ্ছে। তাদের ভয়ে আলতাফ হোসেন প্রায় ১০ দিন যাবত পালিয়ে বেড়াচ্ছে। প্রাণনাশের ভয়ে বাড়িতে বসবাস করতে পারছে না।


0 comments:

Post a Comment