স্টাফ রিপোর্টার: রোটারী ক্লাব অব মুক্ত স্বদেশ-এর উদ্যোগে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল মিয়া বাড়িতে মুক্তিযুদ্ধের সহযোদ্ধা ও পরিবারের প্রতি ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শনিবার ঘোড়াশালে জাসদ (ইনু)’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও নরসিংদী জেলা জাসদের সভাপতি জায়েদুল কবিরের নিজ বাড়িতে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধা রোটারী ক্লাব অব মুক্ত স্বদেশ এর প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব:) জামিল উদ্দিন আহসান (বীর প্রতীক) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে বিগ্রেডিয়ার জেনারেল (অব:) জাহাঙ্গীর আলম পিএসসি, মেজর জেনারেল (অব:) জামাল হাসান, মেজর জেনারেল (অব:) মাসুদ বীর প্রতীক, মুক্তিযুদ্ধের অন্যতম কোম্পানী কমান্ডার মো. রঞ্জু, লে: কর্ণেল (অব:) আনিফ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন। পলাশের বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে চাল, সেমাই, তেল, চিনি, শাড়ি, লুঙ্গী এবং নগদ পাঁচশত টাকা করে প্রায় ৫০ জন মুক্তিযোদ্ধা, সহযোদ্ধা ও তাদের পরিবারের মধ্যে বিতরণ করা হয়।


0 comments:

Post a Comment