নরসিংদীতে ছিন্নমূল মানুষের সম্মানে জেলা যুবলীগের ইফতার মাহফিল
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী যুবলীগের নব গঠিত কমিটির নেতৃবৃন্দ রোজাদারদের খেদমতে ব্যাপক তৎপরতা চালাচ্ছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় যুবলীগ নেতৃবৃন্দ নরসিংদী রেলস্টেশন প্লাটফরমে ছিন্নমূল মানুষসহ এলাকার গরীব দুঃখী মানুষের সম্মানে এক বিশাল ইফতার মাহফিলের আয়োজন করে। প্লাটফরমে সারিবদ্ধভাবে বসিয়ে সহ¯্রাধিক মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী এবং সাধারণ সম্পাদক শামীম নেওয়াজ সারিতে বসা মানুষদের মধ্যে নিজ হাতে ইফতার সামগ্রী বিতরণ করেন। এ সময় যুবলীগের বহুসংখ্যক নেতাকর্মী ও সমর্থক স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন। এর আগের দিন নরসিংদী স্টেডিয়াম প্যাভিলিয়নে নরসিংদী প্রেসক্লাবের সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করে জেলা যুবলীগ। ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা। এছাড়া বক্তৃতা করেন নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মোর্শেদ শাহরিয়ার, জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী, সাধারণ সম্পাদক শামীম নেওয়াজ প্রমূখ।
0 comments:
Post a Comment