10:57
0
স্টাফ রিপোর্টার, ১২ ফেব্রুয়ারি ২০১৭ : নরসিংদী ০২ (শিবপুর) আসনের সংসদ সদস্য যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সিরাজুল ইসলাম মোল্লা বলেছেন, সমাজ থেকে দুর্নীতি দূর করতে হলে পরিবার থেকে সচেতনতা শুরু করতে হবে। তাহলে দুর্নীতিকে না বলতে শিখবে শিক্ষার্থীরা। এভাবেই পরিবার, মন ও দেশ থেকে দুর্নীতি দূর হবে।
তিনি গতকাল শনিবার সকালে নরসিংদীর শিবপুরে সততা সংঘ, শিক্ষক ও অভিভাবকদের সাথে দুর্নীতি বিরোধী গণসচেতনামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলার কামারটেক সবুজ পাহাড় ডিগ্রি কলেজ মাঠে এই গণসচেতনতামূলক সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতির বক্তব্যে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক ফরিদ আহমেদ ভূইয়া বলেছেন, দুর্নীতি রোধ করতে পারলে জিডিপি ২ শতাংশ প্রবৃদ্ধি হবে। তাই দেশব্যাপি দুর্নীতি বিরোধী অভিযান জোড়ালো করা হয়েছে। ইতিমধ্যে সরকারি কর্মকর্তাদের দুর্নীতি হাতেনাতে ধরতে অভিযান জোড়ালো করা হয়েছে। যা সকলের নিকট কঠিন বার্তা পৌছেছে। আগামীতে দুদকের অভিযান আরো জোড়ালো করা হবে। তাই এখনো যারা নিজেদের মধ্যে দুর্নীতির মনোভাব লালন করছেন, আপনারা ঐ পথ থেকে ফিরে আসুন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুব হাসান শাহীন, দুদকের পরিচালক নাসিম আনোয়ার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আফসার ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রোটারিয়ান বশিরুল ইসলাম।
অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেয়। অংশগ্রহণকারী সকলে দুর্নীতি বিরোধী শপথ গ্রহণ করেন।

0 comments:

Post a Comment