স্টাফ রিপোর্টার, ১২ ফেব্রুয়ারি ২০১৭ : নরসিংদীতে এক কলেজ শিক্ষককে হত্যার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাতে এই হত্যার হুমকি দেয়া হয়। বিবরণে জানা যায়, জেলার পলাশ উপজেলার চরসিন্দুরে অবস্থিত সোমেন চন্দ পাঠাগারে বসে রাত প্রায় ৮ টায় বই পড়ছিলেন চরসিন্দুর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক শহিদুল হক সুমন।
শহিদুল হক সুমন জানিয়েছেন সুলতানপুর এলাকার আব্দুল রফিক মিয়ার ছেলে মামুন তার সহযোগী আ: হান্নান ভূইয়ার ছেলে শামীমকে সাথে নিয়ে তার উপর হামলা চালায়। ঘটনার সময় পাঠাগারের অন্যান্য সদস্যদের জন্য প্রাণে রক্ষা পায় কলেজ শিক্ষক শহিদুল হক সুমন। এ সময় মামুন কলেজ শিক্ষক শহিদুল হক সুমনকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। পরে পাঠাগারের সদস্যদের নিয়ে রাতে বাড়ি যান কলেজ শিক্ষক শহিদুল হক সুমন।
এ বিষয়ে শুক্রবার কলেজ শিক্ষক শহিদুল হক সুমন বাদি হয়ে পলাশ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
পলাশ থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানা গেছে, এলাকার শীতলক্ষা সেতুর উপড় দিয়ে একটি ব্রীজ নির্মাণ হচ্ছে। আর এই ব্রীজের নামকরণ মুক্তিযোদ্ধা আব্দুল হক এর নামে নামকরণের জন্য নদীর দুপাশে দুটি সাইনবোর্ড টানায় আব্দুল হকের পরিবারের সদস্যরা। সেই সাউনবোর্ড মামুন তার সহযোগিদের নিয়ে ভেঙ্গে ফেলে। এই ঘটনায় মামুনকে আসামী করে পলাশ থানায় একটি মামলা দায়ের করেন মুক্তিযোদ্ধা আব্দুল হক। এরই জেড় ধরে মামুন কলেজ শিক্ষক শহিদুল হক সুমনের উপর চড়াও হয়।
0 comments:
Post a Comment