10:38
0
শেখ আ: জলিল, ১২ ফেব্রুয়ারি ২০১৭ : ৮ বয়সের শিশু ছাত্র রাতুলের কচি হাতে ছোট একটি খাম। খামের ভিতরে লেখাপড়ার খরচ বাবদ দেয়া হয়েছে ৭ হাজার ৫’শ টাকা। রাতুল যখন শিশু তখনই তার দরিদ্র পিতা খলিল মিয়া প্রতিবেশিদের সাথে ঝগড়ার সময় হামলার শিকার হয়ে মারা যায়। তারপর থেকেই রাতুলের মা কখনো স্বামীর বাড়ি কখনো বাবার বাড়িতে ছেলেকে নিয়ে বসবাস করে। দরিদ্র সংসারে রাতুলের লেখাপড়ার খরচ কিভাবে চালাবে এনিয়ে দুঃচিন্তার কমতি ছিল না রাতুলের মায়ের। এখন এতিম শিশু রাতুলের লেখাপাড়ার খরচের ভার বহন করেছে আন্তজার্তিক সংস্থা হেল্প দ্যা নিডি চ্যারিট্যাবল ট্রাস্ট এর কান্ট্রি কো-অর্ডিনেটর মো. সুজন খন্দকার। শুধু রাতুলই নয় এ রকম ছোট ছোট ৩০ জন এতিম শিক্ষার্থীদের প্রত্যেকেরই লেখাপড়ার ভার নিয়েছে সংস্থাটি। গতকাল সরেজমিনে উপজেলার দক্ষিণধুরু উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ছোট্ট ছোট্ট এতিম ৩০ জন শিক্ষার্থীদের প্রত্যেকের হাতে অনুদানের খাম। অনুদান পেয়ে সকল শিশুর মুখেই তৃপ্তির হাসি। পিতা হারা এ সকল শিশু শিক্ষার্থীদের ভরণপোষন ও লেখাপড়ার খরচ বাবদ এত টাকা হাতে পেয়ে আনন্দে অনেক শিশুই আত্মহারা আবার অনেকেই চোখের জলে ধন্যবাদ জানিয়েছে সংস্থাটির কান্ট্রি কো-অর্ডিনেটর মো. সুজন খন্দকারকে।
গতকাল শনিবার বেলাব উপজেলার বাজনাব ইউনিয়নের দক্ষিণধুরু উচ্চ বিদ্যালয়ের একটি পরিত্যাক্ত শ্রেণিকক্ষে আন্তর্জাতিক সংস্থা হেল্প দ্যা নিডি চ্যারিট্যাবল ট্রাস্ট এর উদ্যোগে এবং রাফ এর অর্থায়নে উপজেলার বিভিন্ন এলাকার ৩০ জন এতিম শিক্ষার্থীদের মাঝে দ্বিতীয় বারের মতো প্রত্যেককে নগদ ৭ হাজার ৫’শ টাকা করে দুই লক্ষ ২৫ হাজার টাকা শিক্ষা অনুদান প্রদান করে সংস্থাটি। এ উপলক্ষে সকাল ১১ টায় অত্র বিদ্যালয়ে সংস্থাটির কান্ট্রি কো-অর্ডিনেটর মো. সুজন খন্দকারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বেলাব উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবিব বিপ্লব, বাজনাব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খন্দকার মোখলেছুর রহমান, দক্ষিণধুরু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বাছেদ, স্থানীয় ইউপি সদস্য মোবারক হোসেন, দক্ষিণধুরু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, মো. খোকন মিয়া, আবুল কালাম আজাদ, শামসুল আলম শান্ত, সাবেক ইউপি সদস্য অছিউজ্জামান, গিয়াস উদ্দীন ও সাফিউদ্দীন প্রমূখ। আলোচনা সভা শেষে এতিম ৩০ জন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা অনুদানের অর্থ তুলে দেন সংস্থাটির কান্ট্রি কোÑঅর্ডিনেটর মো. সুজন খন্দকার ও আগত অতিথিবৃন্দ। সংস্থাটির কান্ট্রি কো-অর্ডিনেটর সুজন খন্দকার বলেন, সংস্থাটির প্রাইভেট প্রকল্পের আওতায় এই ৩০ জন এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা অনুদান দেয়া হচ্ছে। পরবর্তী বছরে এ পরিমাণ বাড়ার সম্ভবনা রয়েছে।

0 comments:

Post a Comment