10:42
0
স্টাফ রিপোর্টার, ১২ ফেব্রুয়ারি ২০১৭ : নরসিংদীর পলাশে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের খিলপাড়া শ্যামল ছায়া একতা সংঘের উদ্যোগে ৪র্থ ফ্রেন্ডশিপ ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
শ্বাসরোধ্যকর ফাইনালে বাগদি সাইদুল ইসলামের জুটি বিজয়ী হয়ে ২১ ইঞ্চি রঙ্গিন টেলিভিশন জিতে নেয়। কাজৈরের জাবেদ জুটি রানারআপ হয়ে ১৯ ইঞ্চি রঙ্গিন টেলিভিশন জিতে নেয়।
গত ১৬ জানুয়ারি থেকে শুরু হওয়া ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ৮টি জুটি অংশ নেয়। নটআউট ভিত্তিতে বিভিন্ন ধাপের খেলা শেষে চুড়ান্ত পর্যায়ে দুটি জুটি নির্বাচিত হয়। রাত ৮টায় অতিথিরা আকাশে ফানুস উড়িয়ে ফাইনাল খেলার উদ্বোধন করেন। ওই সময় আকাশে আতশবাজি ফুটানো হয়। আতশবাজির আলো ও শব্দে ঝলমলে হয়ে উঠে অজপাড়া গাঁ খিলপাড়ার আকাশ।
স্থানীয় খিলপাড়া বাইতুল এতিমখানার সভাপতি মিলন মিয়ার সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবের উল হাই সাবের। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দি কাপনা টি কোম্পানীর সচিব শহীদুল্লাহ, প্রাণের উপ মহা-ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম, বাংলাদেশ জুটি মিল সিবিএ সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ও খিলপাড়া শ্যামল ছায়া একতা সংঘের সাধারণ সম্পাদক রাসেল মিয়া প্রমুখ।

0 comments:

Post a Comment