10:51
0
স্টাফ রিপোর্টার, ১২ ফেব্রুয়ারি ২০১৭ : গতকাল শনিবার সকাল ১০ টায় জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) বাংলাদেশ আয়োজিত শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা-২০১৭ উদ্বোধনী অনুষ্ঠান সাটিরপাড়া শিল্প সহায়ক বিসিক- এ অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব) বাংলাদেশ, নরসিংদী জেলা শাখার সভাপতি আলহাজ¦ মো. নুরুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক, নরসিংদী শাখার সহকারী মহা-ব্যবস্থাপক মো. সাজ্জাদ হোসেন চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির প্রশিক্ষক মঞ্জুরুল হক, বিসিক এর প্রাক্তণ অফিসার আবুল কালাম আজাদ, বাসস নরসিংদী জেলা প্রতিনিধি আবু তাহের, ক্লাব-৮৭ এর অর্থ বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, সাবেক সদস্য সচিব নাসিব, আহ্বায়ক কর্মশালা বাস্তবায়ন কমিটির মো. রুস্তম আলী, মো. সেলিম সিদ্দিক, সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বাংলাদেশকে বিশে^র মতো অন্যান্য দেশের মাঝে পরিচিতি বৃদ্ধি করতে হলে, শিল্প উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। শিল্পখাতে ব্যাপক উন্নয়ন করে দেশে কর্মসংস্থানসহ দেশকে বিশে^র মধ্যে পরিচিত লাভ করতে পারবে। এ প্রশিক্ষণ শিল্প উদ্যোক্তাদের জন্য একটি শিক্ষনীয় প্রশিক্ষণ। সঠিকভাবে প্রশিক্ষণ নিয়ে ব্যবসা করে উন্নতি করা সম্ভব।

0 comments:

Post a Comment