স্টাফ রিপোর্টার: এপে´ ক্লাব অব ভৈরব, নারসিংদীর ১০ম পালাবদল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ২৫ মে  সন্ধ্যায় নরসিংদী সদর উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্প  মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোশারফ হোসেনের মাতা মমতাজ বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশ এর প্রেসিডেন্ট এপে. খোরশেদ-উল-আলম অরুন, নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মন্জুর এলাহী, আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, এপেক্স বাংলাদেশ এর এন ওয়াই সিডি এপে. ভুবন লাল ভারতী, জেলা গভর্নর-১ এপে. রেজাউল করিম মো. মাসুদ, ন্যাশনাল সেক্রেটারি এপে. মো. জিল্লুর রহমান, ন্যাশনাল অফিসিয়াল এপে. আবদুল মতিন শিকদার। এপেক্স  ক্লাব  অব ভৈরব, নরসিংদীর  ২০১৭ এর  প্রেসিডেন্ট এপে. এবিএম আজরাফ টিপুর সভাপতিত্বে অতিথিবৃন্দ জাকজমকপূর্ণ এ আয়োজনের প্রশংসা করেন। বর্তমান প্রেসিডেন্টের নেতৃত্বে এ ক্লাব  অভীষ্ট লক্ষ্যে  পৌঁছতে পারবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে এপে´ ক্লাব অব নরসিংদী, এপে´ ক্লাব অব নরসিংদী সিটি, এপেক্সে ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া, এপেক্স ক্লাব অব ময়মনসিংহ, এপে´ ক্লাব অব কিশোরগঞ্জ এর অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন।


0 comments:

Post a Comment