স্টাফ রিপোর্টার: নরসিংদীতে বিজয় টিভির ৫ম বর্ষপূর্তিতে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় নরসিংদী প্রেসক্লাবে বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজয় টিভির নরসিংদী জেলা প্রতিনিধি নজরুল ইসলামের সঞ্চালনায় প্রেসক্লাব মিলনায়তনে উপস্থিত অতিথিদের নিয়ে বিজয় টিভির ৫ম বর্ষপূর্তির কেক কাটা হয়। এ সময় দোয়া ও মোনাজাত করেন উপস্থিত অতিথিবৃন্দ। পরে আগত অতিথিদেরকে ইফতার পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মোর্শেদ শাহরিয়ার, দৈনিক ইত্তেফাক এর জেলা প্রতিনিধি নিবারণ রায়, দৈনিক ইনকিলাব এর স্টাফ রিপোর্টার সরকার আদম আলী, নরসিংদীর বাণী পত্রিকার সম্পাদক মো. ফারুক মিয়া, নরসিংদীর কন্ঠ পত্রিকার সম্পাদক মো. জয়নুল আবেদীন, আজকের খোঁজখবর পত্রিকার সম্পাদক মনজিল এ মিল্লাত, বার্তা সংস্থা ইউএনবির সাংবাদিক আসাদুল হক পলাশ, চ্যানেল ২৪এর স্টাফ রিপোর্টার সঞ্জিত সাহা, সাপ্তাহিক নরসিংদীর খবর পত্রিকার বার্তা সম্পাদক মো. তোফজ্জল হোসেন, সাংবদিক হলধর দাস, নরসিংদী ক্যাবল অপারেটর (এনসিএন) এর মালিক বিপুল সাহা, চ্যানেল আই এর জেলা প্রতিনিধি সুমন রায় সহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।


0 comments:

Post a Comment