স্টাফ রিপোর্টার: নরসিংদীর রায়পুরায় বজ্রপাতে এক নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মুসাপুর ইউনিয়নের আতকাপড়া গ্রামের লাল মিয়ার স্ত্রী রেখা বেগম (৪৫) ও একই গ্রামের ইসমাইলের ছেলে আ: ছালাম (৪০)। বৃহস্পতিবার ভোরে ওই গ্রামের একটি ধানী জমি থেকে তাদের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী। স্থানীয়রা জানায়, বুধবার রাতে প্রচ- ঝড় ও বজ্রপাতের সময় পাশের বাড়ির দেবর সম্পর্কিত আ: ছালামকে সঙ্গে নিয়ে গৃহবধূ রেখা বেগম হাওরে পানির সেলু পাম্প পাহারত স্বামী লাল মিয়াকে আনতে বের হন। এরপর আর তারা বাড়ি ফেরেন নি। রাতে তাদের অনেক খোঁজাখুজিও করা হয়। পরে ভোরে রেখা বেগম ও ছালামের মরদেহ ধান খেতে পড়ে থাকতে দেখে এলাকাবাসী। এলাকাবাসী জানায়, ঝড়ের মধ্যে আকস্মিক বজ্রপাতে তাদের মৃত্যু হয়েছে।
Home
»
»Unlabelled
» রায়পুরায় বজ্রপাতে নারীসহ ২ জনের মৃত্যু
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment