শিবপুরে শসা খাওয়াকে কেন্দ্র করে সন্ত্রাসীর অস্ত্রাঘাতে এক নারীর মৃত্যু
স্টাফ রিপোর্টার: গত ২৪ মে সন্ধ্যায় শসা খাওয়াকে কেন্দ্র করে সন্ত্রাসীদের অস্ত্রাঘাতে আমেনা বেগম নামে অন্ত:সত্বা এক নারীর মৃত্যু হওয়ার চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে।
জানা গেছে, শিবপুর উপজেলার আয়ুবপুর ইউনিয়নের নোয়াদিয়া এলাকায় ছালেহ আহম্মেদ’র শসা ক্ষেতে পুর্ব পাশের বাড়ির আকিল উদ্দিনের ছেলে রাসেল শসা চুরি করতে গেলে সালেহ আহম্মেদ এর ছেলে আশরাফুল টর্চ লাইট মেরে রাসেলকে দেখে জিঙ্গাসা করলে সে আশরাফুলকে মারধোর করে। পরে আশরাফুল বাড়িতে তার বাবা ও অন্য ভাইদেরকে বিষয়টি জানালে তার ভাই হালিম খন্দকার রাসেলের বাড়িতে গিয়ে জিঙ্গাসা করলে রাসেল উত্তেজিত হয়ে তাকে মারার জন্য ধাওয়া করলে হালিম দৌড়ে চলে আসে। পরে আকিল উদ্দিনের তিন ছেলে রাসেল, রহিম, বাবুসহ ৭/৮ জন ছুরি, দা, লাঠি নিয়ে হামলা চালায় সালেহ আহম্মেদের বাড়ীতে। ছুরি দিয়ে আঘাত করেয়া সালেহ আহম্মেদ এর পিঠে মারাত্মক জখম করে রাসেল। এ সময় অন্য আসামীরা লাঠি দিয়ে আঘাত করতে থাকে, রাসেলের চাচা ওকাল উদ্দিন ও তার ছেলেরা হালিম ও তার ভাই তপুকে মারপিট করতে থাকে। এ সময় তাদের মাতা আমেনা বেগম ভয়ে ঘর থেকে বের হয়ে পাশের জাহাঙ্গীর মৃধার বাড়িতে আশ্রয় নিতে গেলে রহিম তার পিছু নিয়ে বাড়ির উঠানে গিয়ে আমেনা বেগমের পেটে ছুরিকাঘাত করলে মারাত্মক জখম হয়। পরে আমেনা বেগমকে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এ ব্যাপারে শিবপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তকারী অফিসার এস আই তাহেরুল ইসলাম জানান আসামী রুবেলকে গ্রেফতার করা হয়েছে অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
0 comments:
Post a Comment