স্টাফ রিপোর্টার:
গত সোম-মঙ্গলবার (২৩-২৪ জানুয়ারি)
নরসিংদী চেম্বার
অব কমার্স
এন্ড ইন্ডাস্ট্রি
অডিটরিয়ামে ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও),
শিল্প মন্ত্রণালয়
এবং নরসিংদী
চেম্বার অব
কমার্স এন্ড
ইন্ডাস্ট্রি’র যৌথ
উদ্যোগে উৎপাদনশীলতা
উন্নয়ন কলাকৌশল
শীর্ষক দুই
দিন ব্যাপি
প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শিল্প প্রতিষ্ঠানে
কীভাবে উৎপাদনশীলতা
বাড়িয়ে কম
খরচে মান
সম্পন্ন পণ্য
তৈরি করে
আন্তর্জাতিক বাজারে নিজেকে টিকিয়ে রাখার
সম্যক ধারণা
সূত্রাকারে প্রজেক্টরের মাধ্যমে সচিত্র প্রতিবেদনে
তুলে ধরা
হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন নরসিংদী
চেম্বার অব
কমার্স এন্ড
ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট
আবদুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি
ছিলেন নরসিংদী
চেম্বার অব
কমার্স এন্ড
ইন্ডাস্ট্রি’র সিনিয়র
ভাইস প্রেসিডেন্ট
আব্দুল মোমেন
মোল্লা, ভাইস
প্রেসিডেন্ট মো. তাজুল ইসলাম, নব
নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম
শেখ তুলু,
নব নির্বাচিত
পরিচালক মো.
রফিকুল ইসলাম,
মো. আল
আমিন রহমান,
সাইফুল ইসলাম
জাহিদ ইসলাম,
নূরে আলম
সিদ্দিকী, শফিকুল ইসলাম পলাশ ও
বোখারী লুঙ্গীর
ব্যবস্থাপনা পরিচালক মো. আসাদুজ্জামান সরকার। প্রশিক্ষক
ছিলেন ন্যাশনাল
প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও)-এর উর্ধ্বতন
গবেষণা কর্মকর্তা
মুহাম্মদ আরিফুজ্জামান,
গবেষণা কর্মকর্তা
মো. রাজু
আহমেদ ও
মো. ফিরোজ
আহমেদ।
প্রধান অতিথি
তার বক্ত্যব্যে
বলেন ‘প্রশিক্ষণ
অতিশয় গুরুত্বপূর্ণ
একটি বিষয়,
দীর্ঘ সময়
প্রশিক্ষণের মধ্য থেকে ছোট্ট একটি
শব্দ পাল্টে
দিতে পারে
আপনার গোটা
জীবন, দৃষ্টিভঙ্গির
পরিবর্তন করে
উন্নয়নের মাধ্যমে
তৈরি করতে
হবে প্রশিক্ষিত
জাতির।
অর্থনৈতিক ভাবে স্বচ্ছল করতে হবে
প্রথমে নিজেকে,
পরবর্তীতে জাতি ও দেশকে’।
মোমেন মোল্লা
বলেন ‘উৎপাদনশীলতা
বৃদ্ধি তথা
উন্নয়নের বাঁধাগুলো
চিহ্নিত করে
সম্মিলিত পরামর্শ
ও প্রচেষ্টার
মাধ্যমে সমাধান
করতে হবে। শফিকুল
ইসলাম শেখ
তুলু বলেন
‘জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করতে পারলে
উৎপাদনশীলতা বৃদ্ধির প্রতিকূলতা কাটিয়ে উঠা
সম্ভব।’
পরিচালক আল
আমিন রহমানের
বক্তব্যে বলেন
‘প্রত্যেক মালিক-শ্রমিককে উপাদান, উৎপাদন,
উৎপাদনশীলতা সম্পর্কে সম্যক জ্ঞান থাকা
অবস্যই দরকার
আর তা
কেবল প্রশিক্ষণের
মাধ্যমেই সম্ভব’। সাংবাদিক
তৌকির আহমেদের
উপস্থাপনায় সমাপনি অনুষ্ঠনের মাধ্যমে কর্মশালার
পরিসমাপ্তি ঘটে।
0 comments:
Post a Comment