00:37
0



বেলাব প্রতিনিধি: বেলাবতে ভাওয়ালেরচর আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে লাঞ্ছিত করার দায়ে সজিব মিয়া নামে এক বখাটেকে বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের সাজা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত গতকাল বুধবার সন্ধ্যায় বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা তার কার্যালয়ে রায় দেন লাঞ্ছিত শিক্ষিকা জানান, উপজেলার পোড়াদিয়া বাজারের উক্ত বখাটের দোকান থেকে তিনি কিছুদিন আগে একটি মোবাইল ক্রয় করেন মোবাইলটি নষ্ট ছিল ব্যাপারে দোকানি সজিবকে ফোনে মোবাইল বদলিয়ে নতুন মোবাইল দেয়ার কথা বললে তাকে দোকানে আসতে বলে সজিব পরে ঘটনার দিন সকালে দোকানে গেলে সজিব শিক্ষিকার গায়ে হাত তুলে ঘটনায় শিক্ষিকা বেলাব থানায় অভিযোগ করে পরে ইউএনও বরাবর অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করেন ব্যাপারে বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্কুল শিক্ষিকাকে লাঞ্ছিত করার দায়ে বখাটেকে বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের জেল প্রদান করা হয়েছে

0 comments:

Post a Comment