বেলাব প্রতিনিধি:
বেলাবতে ক্রিকেট
খেলাকে কেন্দ্র
করে দুই
গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে পাটুলি
উচ্চ বিদ্যালয়ের
সহকারী প্রধান
শিক্ষক ও
৩ শিক্ষার্থী
সহ আহত
হয়েছে ২০
জন।
গুরুত্বর আহতদের
ঢাকা মেডিকেল
কলেজ হাসপাতাল,
নরসিংদী জেলা
হাসপাতাল ও
বেলাব উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি
ঘটেছে গতকাল
বুধবার সকাল
১১টায় উপজেলার
পাটুলি ইউনিয়নের
পাটুলি উচ্চ
বিদ্যালয় মাঠে। এলাকাবাসী
সূত্রে জানা
যায়, ঘটনার
আগের দিন
স্কুল ছুটি
শেষে উক্ত
বিদ্যালয় মাঠে
পাটুলি ও
কাওয়ারটেক গ্রামের মধ্যে ক্রিকেট খেলা
অনুষ্ঠিত হয়। এ সময় একটি
হোয়াইট বলকে,
কেন্দ্র করে
উভয় দলের
মধ্যে কথা
কাটাকাটি ও
হাতাহাতি হয়। এ ঘটনার জের
ধরে গতকাল
বিদ্যালয় চলাকালীন
সময়ে পাটুলি
ও কাওয়ারটেক
গ্রামের কয়েকজন
যুবকের মধ্যে
সংঘর্ষ সৃষ্টি
হয়।
খবর পেয়ে
উভয় গ্রামের
শত-শত
গ্রামবাসী দা, লাঠি, বল্লম সহ
দেশীয় অস্ত্রসস্ত্রে
সজ্জ্বিত হয়ে
সংঘর্ষে জড়িয়ে
পড়ে।
এ সময়
সংঘর্ষ থামাতে
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিজানুর
রহমান ভূইয়া
এগিয়ে গেলে
বিদ্যালয় মাঠে
তাকে পিটিয়ে
আহত করে
সংঘর্ষকারীরা। খবর পেয়ে বেলাব
থানা পুলিশ
ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। দুই
গ্রামের শতাধিক
লোকের মধ্যে
রক্তক্ষয়ী সংঘর্ষে ঘটনাস্থলেই আহত হয়
উভয় পক্ষের
প্রায় ২০
জন।
গুরুত্বর আহতদের
মধ্যে পাটুলি
গ্রামের আমির
উদ্দিনের ছেলে
চাঁন মিয়া
(৪৫), ফজলুল
হকের ছেলে
ফারুক (২৮),
আ: হেকিমের
ছেলে সিদ্দিকুর
রহমান (৪৮),
কাওয়ারটেক গ্রামের নুরুল হকের ছেলে
আ: মালেক
(৩৫), তারা
মিয়ার ছেলে
শিক্ষার্থী শামীম (১৮), আ: হেলিমের
ছেলে এমদাদুল
(৩০), জনাব
আলীর ছেলে
আঙ্গুর (৪৫),
দুলা মিয়ার
ছেলে শিক্ষার্থী
মাছুম, দীন
ইসলামের ছেলে
শিক্ষার্থী রাসেল (১৪), সানু মিয়ার
ছেলে শিক্ষার্থী
শামীম (১৫)
আহত হয়। আহতদের মধ্যে
কাওয়ারটেক গ্রামের আঙ্গুর মিয়া ও
শিক্ষার্থী মাছুমকে নরসিংদী সদর হাসপাতালে
ও শিক্ষার্থী
শামীমকে ঢাকা
মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা
হয়েছে।
এ ঘটনায়
এলাকাবাসী উভয় পক্ষের মধ্যে আবারও রক্তক্ষয়ী
সংঘর্ষের আশঙ্কা
করছেন।
পাটুলি উচ্চ
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর
রশিদ সহকারী
প্রধান শিক্ষক
আহত হবার
কথা স্বীকার
করে বলেন,
এ ব্যাপারে
বিদ্যালয়ের পক্ষে বেলাব থানায় একটি
লিখিত অভিযোগ
দায়ের করেছি। পাটুলি
ইউনিয়নের চেয়ারম্যান
মো. ইফরানুল
হক ভূইয়া
জামান বলেন,
আমি একটা
সালিশে ছিলাম। খবর
পেয়ে বেলাব
থানার ওসিকে
সংঘর্ষের ঘটনাটি
জানিয়েছি।
বেলাব থানার
ওসি মো.
বদরুল আলম
খাঁন বলেন,
সংঘর্ষের ঘটনা
শুনেছি।
অভিযোগ পেলে
ব্যবস্থা নেয়া
হবে।
0 comments:
Post a Comment