এস.এম.
খোরশেদ আলম:
গতকাল বুধবার
শিবপুর উপজেলার
কামরাব ঋষিপাড়া
ছায়াবিথী বিদ্যানিকেতন
স্কুলে মাঠ
উদ্বোধন ও
বার্ষিক ক্রীড়া
প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে
নরসিংদী জেলা
প্রশাসক আবু
হেনা মোরশেদ
জামান বলেন,
সকলের সহযোগিতা
থাকলে ছায়াবিথী
বিদ্যানিকেতন আগামী দিনে উচ্চ বিদ্যালয়
হবে।
তিনি আরো
বলেন, নরসিংদী
সদর উপজেলা
পরিষদ চেয়ারম্যান
মনজুর এলাহী,
মিলন টেক্স
এর ব্যবস্থাপক
এম.এ.
কায়সার মিলন,
সরস বাবু,
তাজুল ইসলাম
মোল্লাদের সহায়তায় আমরা কামরাব ছায়াবিথী
বিদ্যানিকেতনের উন্নয়ন কাজ তরান্বিত করে
যাচ্ছি এবং
আগামী দিনে
তা অব্যাহত
থাকবে।
আমি যেখানেই
থাকি এ
বিদ্যালয়টিকে আমার বুকের মাঝে লালন
করবো।
প্রধান অতিথি
জমিদাতা জোসনা
বেগম, মিনারা
বেগম, সিদ্দিকুর
রহমানসহ স্কুলটিকে
যারা সহযোগিতা
করছে সকলকে
তিনি জেলা
প্রশাসনের পক্ষ থেকে অভিনন্দন জানান। উপজেলা
নির্বাহী অফিসার
মোহাম্মদ আশরাফুল
আফসারে সভপতিত্বে
বিশেষ অতিথি
হিসেবে উপস্থিতি
থেকে বক্তব্য
রাখেন, শিবপুর
উপজেলা পরিষদের
চেয়ারম্যান আরিফ-উল ইসলাম মৃধা,
উপজেলা আওয়ামীলীগের
সভাপতি আলহাজ্ব
হারুনুর রশিদ
খান, সাধারণ
সম্পাদক আলহাজ্ব
সামসুল আলম
ভূইয়া রাখিল,
নরসিংদী জেলা
পরিষদের সদস্য
মাহবুব আলম
মোল্লা তাজুল,
মিলন টেক্স
এর ব্যবস্থাপক
এম.এ.
কায়সার মিলন,
উপজেলা মাধ্যমিক
সহকারি শিক্ষা
অফিসার গোলাম
ফারুক, উপজেলা
পূজা উদযাপন
কমিটির সাধারণ
সম্পাদক বিপ্লব
চক্রবর্তী এবং জয়নগর ইউপি চেয়ারম্যান
নাদিম সরকার
প্রমুখ।
0 comments:
Post a Comment