পলাশ প্রতিনিধি:
পলাশ উপজেলার
বিয়াম ল্যাবরেটরী
স্কুলের বার্ষিক
ক্রীড়া ও
পুরষ্কার বিতরণী
অনুষ্ঠান গত
বুধবার স্কুল
মাঠে অনুষ্ঠিত
হয়েছে।
স্কুলের ম্যানেজিং
কমিটির সভাপতি
ও পলাশ
উপজেলা নির্বাহী
কর্মকর্তা মাহমুদা আক্তারের সভাপতিত্বে ক্রীড়া
ও পুরস্কার
বিতরণী অনুষ্ঠানে
প্রধান অতিথি
হিসেবে উপস্থিত
থেকে বিজয়ীদের
মধ্যে পুরস্কার
বিতরণ করেন
পলাশ উপজেলা
পরিষদ চেয়ারম্যান
সৈয়দ জাবেদ
হোসেন।
এ সময়
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা
মহিলা ভাইস
চেয়ারম্যান নাছিমা সুলতানা লাকী, সহকারী
কমিশনার (ভূমি)
অমিত দেবনাথ,
স্কুলের প্রধান
শিক্ষক মো.
মোস্তফা কামাল,
উপজেলা জনস্বাস্থ্য
প্রকৌশলী শফিকুর
রহমান ও
উপজেলা পল্লী
উন্নয়ন কর্মকর্তা
মো. শামীম
প্রমূখ।
0 comments:
Post a Comment