অরবিন্দ রায়:
নরসিংদী সদর
উপজেলার ঐতিহ্যবাহী
পাঁচদোনা স্যার
কে.জি.গুপ্ত উচ্চ
বিদ্যালয়ে আজ বৃহস্পতিবার অভিভাবক সমাবেশ।
সকাল ১০
টা থেকে
অভিভাবক সমাবেশ
শুরু হবে। এ সমাবেশকে কেন্দ্র
করে বিদ্যালয়
প্রাঙ্গণ অভিভাবকদের
মিলন মেলায়
পরিণত হবে। পাঁচদোনা
ও আশেপাশের
এলাকায় সমাবেশ
নিয়ে চলছে
উৎসব আমেজ। বিদ্যালয়
মঞ্চে নানা
রঙের বেলুন,
ফেস্টুন দিয়ে
সাজানো হয়েছে। অতিথিদের
ফুল দিয়ে
বরণ করে
নেয়া
হবে। অভিভাবকরা এ সমাবেশের
মাধ্যমে বিভিন্ন
সমস্যার কথা
তুলে ধরবেন। তারা
কেমন বিদ্যালয়
দেখতে চায়
তা বলবেন। বিদ্যালয়
পরিচালনা পরিষদের
সভাপতি ও
প্রধান শিক্ষক
অভিভাবকদের প্রশ্নের উত্তর, তাদের সামর্থ
ও সীমাবদ্ধতার
কথা বলবেন। অভিভাবক
সমাবেশে চার
ইউনিয়ন পরিষদ
চেয়ারম্যানকে সংবর্ধনার আয়োজন করেছেন বিদ্যালয়
কর্তৃপক্ষ।
যাদের সংবর্ধনা
প্রদান করা
হবে তারা
হলেন, আলহাজ্ব
মো. মিজানুর
রহমান চেয়ারম্যান,
পাঁচদোনা ইউপি,
আলহাজ্ব আব্দুল
বাকির চেয়ারম্যান,
শিলমান্দী ইউপি, আলহাজ্ব নাজিম উদ্দিন
ভুইয়া রিপন
চেয়ারম্যান, আমদিয়া ইউপি, আলহাজ্ব মাহাবুবুল
হাসান চেয়ারম্যান,
মেহেরপাড়া ইউপি। সমাবেশে সভাপতিত্ব
করবেন, বিদ্যালয়
পরিচালনা পরিষদের
সভাপতি আলহাজ্ব
কফিল উদ্দিন
ভুইয়া বাচ্চু। প্রধান
অতিথি হিসেবে
উপস্থিত থাকবেন,
আলহাজ্ব ডা.
আনোয়ারুল আশরাফ
খান দিলীপ
সাবেক সংসদ
সদস্য, নরসিংদী-২। বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত
থাকবেন, প্রবীর
কুমার সাহা,
ব্যবস্থাপনা পরিচালক, ড্রিম হলিডে পার্ক। বিদ্যালয়ের
প্রধান শিক্ষক
মাসুম বিল্লাহ
জানান, আমরা
ছাত্র-ছাত্রীদের
মাধ্যমে অভিভাবকদরে
সমাবেশের কার্ড
পৌঁছে দিয়েছি। আশা
করি এ
বছর প্রায়
তিন হাজার
অভিভাবক সমাবেশে
অংশগ্রহণ করবেন। এছাড়াও
আমার প্রিয়
ছাত্র-ছাত্রীতো
থাকবেই।
আমার বড়
শক্তি বিদ্যালয়ের
দক্ষ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ সমাবেশ
সর্বদা পর্যবেক্ষণ
করবেন।
গালর্স গাইড
ও স্কাউট
সদস্যরা শৃংখলায়
নিয়োজিত থাকবে। তাদের
নেতৃত্ব দিবেন
বিদ্যালয়ের ক্রিড়া শিক্ষক মো. অহিদুজ্জামান। অভিভাবক
সমাবেশ ও
ইউপি চেয়ারম্যানদের
সংবর্ধনা অনুষ্ঠান
সফল করতে
সকলের সার্বিক
সহযোগিতা কামনা
করি।
0 comments:
Post a Comment