21:24
0

স্টাফ রিপোর্টার: ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ কাজী নজরুল ইসলামের এ কবিতার মতোই যেন এবার ঈদ এসেছিল বাংলাদেশের মানুষের ঘরে ঘরে। হাজারো সংকট, প্রকৃতির বৈরিতা এবং প্রতিকূল পরিবেশের মধ্যেও মহা উৎসবে ঈদ উদযাপন করেছে নরসিংদীর লক্ষ-লক্ষ মানুষ। ঈদকে কেন্দ্র করে শত-শত কোটি টাকার কেনাবেচা হয়েছে। ব্যবসা-বাণিজ্যের প্রসারে গতিশীল হয়েছে দেশের অর্থনীতি। রমজান আর ঈদ কেন্দ্র করে ধনী-গরিবের মধ্যেকার ভ্রাতৃত্ববোধে ঝালাই হয়েছে। রমজান যেমন সংযমের বাড়তা নিয়ে এসেছিল, তেমনি ঈদ নিয়ে এসেছিল আনন্দের বার্তা। ঈদ উৎসব পালনের জন্য লাখ-লাখ প্রবাসী দেশে এসে পরিবারের সঙ্গে মিলিত হন। পাঁচদোনার ড্রীম হলিডে পার্ক, আরশীনগর মিনি চিড়িয়াখানা ও পার্ক, মেঘনা নদীর পাড়, সোনাই মুড়ির টেক ও মনোহরদীর রামপুরে বানর প্রাণী দেখার জন্য হাজার-হাজার দর্শনার্থীর উপচে পড়া ভিড়ই প্রমাণ দেয় এবার ঈদে মানুষের মনে খুশির বান ডেকেছিল। ‘নীল দরিয়ার যেন সে পূর্ণ চাঁদ/মেঘ তরঙ্গ কেটে কেটে চলে/ভেঙে চলে সব বাঁধ’ ফররুখ আহমদের এ কবিতার মতো নরসিংদীর কর্মজীবী মানুষ প্রিয়জনের সঙ্গে ঈদ করতে ছুটে গেছেন গ্রামের বাড়ি। নানা প্রতিকূলতা, খানাখন্দ রাস্তায় যানজট, টিকিটে অতিরিক্ত টাকার ভোগান্তি রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা পড়ে থাকার পরও সব বাধা ভেঙে কষ্ট মেনে নিয়েই হাসিমুখে প্রিয়জনের কাছে গেছেন কর্মজীবীরা। প্রিয়জনদের কাছে পৌঁছে মুহূর্তেই ভুলে গেছেন পথের যন্ত্রণার ক্লান্তি। প্রচন্ড ভিড়ে যাত্রা করেছেন, পথে যানজটে চরম দুর্ভোগে পড়েছেন তারপরও তাদের মুখে হাসির ঝিলিক প্রমাণ দেয় তারা কত খুশি! দীর্ঘ কয়েক বছরের মধ্যে এবারই ঈদে যেন সত্যিকার অর্থে আনন্দ করেছে মানুষ। বাংলাদেশের মুসলমানদের ঘরে ঘরে যেন আনন্দের সওদা নিয়ে এসেছিল ঈদুল ফিতর। সারাদেশের ন্যায় নরসিংদীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি মানুষকে ঈদের দিন ঘরে আটকে রাখতে পারে নি। বৃষ্টির মধ্যেই ড্রীম হলিডে পার্কে ঘুরতে আসা কয়েকজন তরুণ-তরুণীকে প্রশ্ন করা হয় বৃষ্টি কী ঈদের আনন্দে বাগড়া দিয়েছে? উত্তরে তারা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, বৃষ্টি আসে সব সময়, কিন্তু ঈদ আসে বছরে দুইবার। সারামাস রোজা রাখার পর ঈদের দিন তাই বৃষ্টিতে ভিজেই পার্কে এসেছি, আনন্দ করছি। ঈদের দিনের আনন্দ কোনোভাবেই হাতছাড়া করতে চাইছি না। ওই তরুণ-তরুণীদের উক্তিই যেন ছিল ঈদের দিন সারাদেশের মুসলমানদের অভিব্যক্তি। ঈদকে কেন্দ্র করে এবার সবচেয়ে বেশিসংখ্যক প্রবাসী দেশে এসেছেন পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করতে। বিভিন্ন টিভি চ্যানেলের নানা অনুষ্ঠানে অংশ নেয়া প্রবাসীরা এ তথ্য জানিয়ে ঈদের তাদের আনন্দ অনুভূতি তুলে ধরেন। প্রবাসীরা দেশে আসায় বিপুল পরিমাণ রেমিট্যান্সও দেশে এসেছে। ঈদকে কেন্দ্র করে নরসিংদীর অভিজাত বিপণিবিতান গুলো থেকে শুরু করে ফুটপাতগুলোতে ছিল ক্রেতাদের উপচেপড়া ভিড়। কর্মজীবী মানুষ নিজেদের সাধ্যমতো কেনাকাটা করেছেন, পরিবারের সদস্য, আত্মীয়-স্বজনদের ঈদের জামা-কাপড় উপহার দিয়েছেন। এবার রমজানে সাধারণ মানুষের মধ্যে রোজা রাখার প্রবণতা দেখা গেছে বেশি। অধিকাংশ মানুষ রোজা রেখেছেন। প্রতি বছর ঈদে গার্মেন্টকর্মীদের বেতন-বোনাস নিয়ে বিক্ষোভ-অসন্তোষ আন্দোলন হয়। ভাঙচুর-ধ্বংসাত্মক ঘটনা ঘটে। বেতন বোনাস না পেয়ে ঈদের আনন্দ থেকে বঞ্চিত থাকেন। এবার ছিল ব্যতিক্রম। এবার নরসিংদীর গার্মেন্টকর্মীরা ঈদের আগেই বেতন-বোনাস পেয়েছে বলে জানা গেছে। আবহাওয়া অফিস আগেই ঈদের দিন সারাদেশে বৃষ্টি হতে পারে বার্তা দিয়েছিল। বৃষ্টিও হয়েছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে ধনী-গরিব ঈদের মাঠে এক সারিতে বসে নামাজ আদায় করেছে। কবি ফররুখ আহমদ ‘ঈদগাহ হবে দুনিয়াটাই’ কবিতায় লিখেছেন- ‘আজকে এল খুশীর দিন/ দেখ না চেয়ে খুশীর চিন/ দেখ না চেয়ে আজ রঙিন/ খুশীর ঝলক ঈদগাহে’। ঈদ যেন নরসিংদীর মানুষের মধ্যে খুশির ঝলক নিয়ে এসেছিল। ঈদকে কেন্দ্র করে সরকারি-বেসরকরি কর্মকর্তা-কর্মচারী রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি সহ সকল শ্রেণি পেশার মানুষ এক সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। সবমিলে বৈরি আবহাওয়ার মধ্যেই নরসিংদীবাসী ঈদ উদযাপনে ঘরে-বাইরে সমানতালেই ছিল বেশ উচ্ছ্বাসিত। ঘরে ঘরে কোরমা-পোলাউ, সেমাই-ফিরনিসহ খাবারের নানা আয়োজন ঘিরে পরিবার-পরিজন আর আগত মেহমানদের আপ্যায়নে ছিল খুশির ঈদে উচ্ছ্বাসের জোয়ার।

0 comments:

Post a Comment