21:22
0
পলাশ প্রতিনিধি: সারা দেশের ন্যায় পলাশে কয়েকদিন ধরে টানা বৃষ্টি যা ঈদের দিনও ভোর রাত থেকেই হচ্ছিল।  পলাশের ধর্মপ্রাণ আবাল, বৃদ্ধ, বণিতা সকল মুসলমানদেরকে প্রবল বৃষ্টি উপেক্ষা করে ঈদুল ফিতরের নামাজে দলে দলে অংশগ্রহণ করতে দেখা যায়।
পলাশে ঈদের জামায়াত: পলাশ গড়পাড়া মহিলা মাদ্রাসা জামে মসজিদে ঈদুল ফিতরের জামায়াত সকাল ৮.৩০টার সময় অনুষ্ঠিত হয়। এতে ঈমামতি করেন আলহাজ¦ মাওলানা মো. জহির উদ্দিন। এতে শত-শত লোক অংশগ্রহণ করেন। পাশ^বর্তী এলাকায় পলাশ বালুচর পাড়া মাদ্রাসা জামে মসজিদে সকাল নয়টায় ঈদের জামায়াতে নামাজ আদায় করেন। ঈমামতি করেন আলহাজ¦ মাও: মো. নোমানুল করিম। এছাড়া ঘোড়াশাল রেলস্টেশন জামে মসজিদে ঈদুল ফিতরের চারটি জামায়াত অনুষ্ঠিত হয়। প্রথম জামায়াতটি সকাল আটটায়, ২য় জামায়াত সকাল নয়টায়, ৩য় জামায়াত সকাল দশটায় এবং ৪র্থ জামায়াত অনুষ্ঠিত হয় বেলা পৌনে এগারটায়। উল্লেখ্য ঘোড়াশাল পৌরসভার মেয়র মো. শরীফুল হক দ্বিতীয় জামায়াত নয়টায় ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। এছাড়া পলাশ বাগপাড়া ঈদগাহ মাঠে তাবু টাঙ্গিয়ে ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হয় সকাল নয়টায়। এতে হাজারও ধর্মপ্রাণ মুসলমান অংশ নেয়।
কুটিরপাড়া জামে মসজিদে সকাল সাড়ে আটটার সময় ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হয়। ঈদুল ফিতরের নামাজে আগত মুসলিল মো. মোশারফ হোসেন ভূইয়া জানান, দীর্ঘ একমাস রোজা রাখার পর আজ আমাদের খুশির দিন। ভাড়ারিয়াপাড়া জামে মসজিদে সকাল আটটা ত্রিশ মিনিটের সময় ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হয়। এতে ঈমামতি করেন হযরত মাওঃ মানসুর মিয়া। পলাশ ইসলামিয়া আলিম মাদ্রাসা জামে মসজিদে সকাল সাড়ে আটটায় ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হয়। এতে ঈমামতি করেন আলহাজ¦ মাওঃ মো. মিজানুর রহমান। এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ি নাজমুল সিএনজির মালিক মো. নাজমুল হকসহ হাজারও ধর্মপ্রাণ জনতা অংশনেয়। এছাড়া ঘোড়াশাল বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জামে মসজিদে ঈদুল ফিতরের দুইটি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামায়াতটি অনুষ্ঠিত হয় সকাল আটটায় এবং ২য় জামায়াতটি অনুষ্ঠিত হয় সকাল সাড়ে নয়টায়। এতে বিদ্যুৎ উন্ন্য়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীও এলাকার লোকজনসহ  হাজার-হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। এছাড়া ঘোড়াশাল বাজার জামে মসজিদে ঈদুল ফিতরের দুইটি জামায়াত অনুষ্ঠিত হয়। প্রথমটি সকাল সাড়ে নয়টায় এবং দ্বিতীয়টি সকাল সাড়ে দশটায়। প্রথম জামায়াতে পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেনসহ হাজারও ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। এতে ঈমামতি করেন আলহাজ¦ মাও: রুহুল আমিন সিদ্দিকী। সব মিলিয়ে পুরো পলাশেই প্রবল বৃষ্টি উপেক্ষা করে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন লক্ষ-লক্ষ জনতা। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

0 comments:

Post a Comment