স্টাফ রিপোর্টার: নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা গ্রামের মো. মফিজুল শিকদারের স্ত্রী হাসিনা বেগম গত বছর দেড়েক পূর্বে নিজ ইচ্ছায় ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিষ্টান ধর্ম গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় হাসিনা বেগম যখনই স্বামীর বাড়িতে আসে তখনই কতিপয় মুসলমান সন্ত্রাসীদের হামলার স্বীকার হন। গত বছরের নভেম্বরে হাসিনা বেগমের বসত ঘরে আগুন লাগিয়ে মেরে ফেলার চেষ্টা করে ব্যর্থ হয় সন্ত্রাসীরা। হাসিনা বেগম ঈদ উপলক্ষে স্বামীকে দেখার জন্য স্বামীর বাড়িতে আসলে ঈদের দিন আবারও সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র ছোড়া চাপাতি দিয়ে এলোপাথারী কুপিয়ে জখম করে। হামলার স্বীকার হয়ে রক্তাক্ত জখম অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘদিন চিকিৎসা করে কিছুটা সুস্থ্য হতে না হতেই গত ১৮ জুলাই শনিবার সকালে সন্ত্রাসীদের হামলার বলিতে পড়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে হাসিনা বেগম। পারাবারিক সূত্রে জানা যায় গত বছর দু’য়েক পূর্বে হাসিনা বেগমের বড় ছেলে মো. রাসেল শিকদার ইংলেন্ডে প্রবাস জীবন-যাপন করা অবস্থায় নিজ ধর্ম ইসলাম ত্যাগ করে খ্রিষ্টান ধর্ম গ্রহণ করেন। রাসেলের অনুপ্রেরণায় হাসিনা বেগম খ্রিষ্টান ধর্মে দিক্ষিত হন আর এই খ্রিষ্টান ধর্মে দিক্ষিত হওয়াটাই হলো হাসিনা বেগমের কাল। অমানবিক নির্যাতনের কারনে হাসিনা বেগম আত্মগোপন করে অন্যত্র জীবন যাপন করছে। এ ব্যাপারে রায়পুরা থানা পুলিশ কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করে নি বলে জানা গেছে।
Home
»
»Unlabelled
» রায়পুরায় হাসিনা বেগমের উপর সন্ত্রাসী হামলা অব্যাহত
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment