21:22
0
স্টাফ রিপোর্টার: নরসিংদী সদর উপজেলার নবীপুরে দিনে দুপুরে ডাকাতির সংবাদ পাওয়া গেছে। জানা গেছে গত ১৯ জুলাই বিকেল সাড়ে চারটায় সদর উপজেলার নবীপুর গ্রামের পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে থেকে ৭জনের একদল ডাকাত অটোরিকশার যাত্রীদের উপর হামলা চালিয়ে যাত্রীদের বেদম মারপিট করে মহিলা যাত্রীর গলা থেকে স্বর্ণের চেইন, নগদ টাকা ও মোবাইল সেট নিয়ে যায়। যাত্রীরা জানায় করিমপুর থেকে পাত্রী দেখার জন্য একটি পরিবার নবীপুর গ্রামের পশ্চিমপাড়ার সুলতান সরকারের বাড়ীতে গিয়ে পাত্রী দেখে অটোরিকশা যোগে ফেরার পথে নবীপুর গ্রামের পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে এসে পৌঁছলে ৬/৭ জনের একদল ডাকাত তাদের অটোরিকশার উপর হামলা চালায়। ডাকাতরা তাদের বেদম মারপিট করে যাত্রী নাছিমার গলা থেকে স্বর্ণের চেইন, যাত্রী হৃদয়ের নিকট থেকে নগদ  টাকা ও মোবাইল সেট নিয়ে নেয়। যাত্রীদের ডাকচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাতরা পালিয়ে যায়।

0 comments:

Post a Comment