21:24
0
স্টাফ রিপোর্টার: ঈদের ছুটি শেষে আবারও কাজে মন দেয়া, কর্মব্যস্ত দিনলিপির সূচনা হয়েছে গত সোমবার থেকে। তবু বরাবরের মতো জেলা প্রশাসকের কার্যালয়ে ছিল ঈদের আমেজ। কোলাকুলি, শুভেচ্ছা বিনিময় আর খোশ গল্পে মেতে উঠেছিলেন অনেকে। ব্যতিক্রম নেই ব্যাংক পাড়ায়ও। গ্রাহক কম, তাই কাজকর্মে তাড়া নেই, এই ফাঁকে কারো কারো যেন মিলেছে অবসর। ঈদের ছুটি শেষ। তবে কাটেনি আমেজ।
নরসিংদীতে সরকারি কর্মকর্তাদের বেশি ব্যস্ততা কোলাকুলিতেই। ছুটি শেষে ঘুম ভেঙেছে মাধবদীর ব্যাংকগুলোতেও। তবে যানজটের চেনা নরসিংদী শহর এদিন বড়ই অচেনা। ব্যাংকগুলোতে স্বাভাবিক নিয়মেই চলেছে সব ধরনের লেনদেন। যদিও গ্রাহকের উপস্থিতি নেই খুব একটা।
তবে আগামী সপ্তাহ থেকেই ব্যাংকগুলো পুরনো ব্যস্ত চেহারায় ফিরবে বলে মনে করছেন কর্মকর্তারা। বাড়তি দু-তিন ছুটি নেয়ায় এখনও অনেকেই যোগ দেননি অফিসে। তাই তাদের দায়িত্বও হাসিমুখেই কাঁধে নিয়েছেন সহকর্মীরা।

0 comments:

Post a Comment