শান্ত বনিক, নরসিংদী থেকে:
দুয়ারে দাঁড়িয়ে পবিত্র ঈদুল ফিতর। বছর ঘুরে আবার এসেছে খুশির ঈদ। এক মাস সিয়াম সাধনার পর ঈদ উদযাপনের জন্য প্রস্তুত বিশ্ব মুসলিম সম্প্রদায়। বাংলাদেশের মানুষ স্বজন-পরিজনের জন্য ঈদের উপহার কেনাকাটা সেরে এখন ছুটছেন বাড়ির পথে। যেতে যেতে বলছেন ঈদ মোবারক।
বাংলাদেশে ঈদ উদযাপন এখন এক বড় আনন্দের উপলক্ষ। দেশের সব সম্প্রদায়ের মানুষ এই আনন্দে শরিক হয়। মুসলিম সম্প্রদায় এক মাসের রোজা পালনের মধ্য দিয়ে অপেক্ষা করে ঈদকে বরণের। ধনী-গরিব সবাই সাধ্যমতো চেষ্টা করে স্বজন-পরিজন নিয়ে দিনটি উদযাপনের। তাই মাটির টানে নাড়ির টানে মানুষ ছুটে চলে শহর ছেড়ে গ্রামে। ধর্ম-বর্ণনির্বেশেষে দিনটি হয়ে ওঠে সর্বজনীন মিলনমেলায়।
সামাজিক যোগাযোগ-বন্ধনের এক বড় উপলক্ষও ঈদ। দীর্ঘদিনের অদেখা বন্ধু-প্রতিবেশীকে কাছে পেয়ে আপ্লুত হন সবাই। ঈদগাহে নামাজ আদায়ের জন্য জমায়েত হয় গ্রাম-গ্রামান্তরের মানুষ। ঈদের কোলাকুলিতে ঘোষিত হয় সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের মহিমা।
ঈদ উদযাপিত হবে সম্প্রীতির বাণী ছড়িয়ে। মানুষে মানুষে হিংসা আর ভেদাভেদ ভুলে এক ঐক্যের বন্ধনে আবদ্ধ হবে মানুষ।
পবিত্র ঈদের মহিমা ও সম্প্রীতির চেতনা পারস্পরিক হানাহানি আর অবিশ্বাস দূর করিয়ে দেশেবাসীর অঙ্গনে সুবাতাস নিয়ে আসুক, এই আমার প্রত্যাশা।
বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে আছেন বহু বাংলাদেশী। প্রিয় প্রবাসীদের জন্য রইল আমার শুভ কামনা ও ঈদ মোবারক।
দৈনিক গ্রামীণ দর্পণের সাংবাদিক, পাঠক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতাসহ নরসিংদীবাসী তথা দেশবাসীকে জানাই ঈদের শুভেচ্ছা।
শান্ত বনিক
প্রশাসনিক ব্যবস্থাপক
দৈনিক গ্রামীণ দর্পণ
০১৭১৩-৫১২৫৮২
0 comments:
Post a Comment