নজরপুর ইউনিয়নের
পক্ষ থেকে
শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
স্টাফ রিপোর্টার:
নজরপুর ইউনিয়নের
পক্ষ থেকে
চেয়ারম্যান মো. বাদল সরকারের মাধ্যমে
ইউপি সদস্যদের
উপস্থিতিতে ১০টি মাদ্রাসা ও দুঃস্থদের
মাঝে শীতবস্ত্র
(কম্বল) বিতরণ
করা হয়।
যে সকল
মাদ্রাসায় কম্বল বিতরণ করা হয়
সেগুলো হচ্ছে
কালাই গোবিন্দপুর
এতিমখানা, চম্পকনগর এতিমখানা, বটতলা মাদ্রাসা
ও এতিমখানা,
নবীপুর এতিমখানা,
দুগড়িয়াপাড়া মহিলা মাদ্রাসা ও এতিমখানা,
দিলারপুর এতিমখানা,
নজরপুর এতিমখানা,
আলীপুর মধ্যপাড়া
এতিমখানা, আলীপুর কান্দাপাড়া এতিমখানা ও
বাহেরচর এতিমখানা।
0 comments:
Post a Comment