স্টাফ রিপোর্টার:
নরসিংদী শহর
২নং ওয়ার্ড
বিএনপির উদ্যোগে
নরসিংদী জেলা
বিএনপির সভাপতি
ও কেন্দ্রীয়
বিএনপির যুগ্ম
মহাসচিব, সাবেক
এমপি খায়রুল
কবির খোকনের
সুস্থতা কামনা
করে দোয়া-মাহফিল অনুষ্ঠিত
হয়েছে।
২নং ওয়ার্ড
বিএনপির সভাপতি
বখতিয়ার সোহেল
রানার সভাপতিত্বে
প্রধান অতিথি
হিসেবে উপস্থিত
ছিলেন নরসিংদী
শহর বিএনপির
সভাপতি এ.কে.এম.
গোলাম কবির
কামাল।
২নং ওয়ার্ড
বিএনপির সাধারণ
সম্পাদক মনিরুজ্জামান
এর সঞ্চালনায়
এ সময়
আরো উপস্থিত
ছিলেন, নরসিংদী
জেলা বিএনপির
যুগ্ম সম্পাদক
আকবর হোসেন,
ত্রাণ ও
পুণর্বাসন বিষয়ক সম্পাদক আজহারুল ইসলাম,
শহর বিএনপির
সাধারণ সম্পাদক
আলহাজ্ব ফারুক
উদ্দিন ভূইয়া,
যুবদলের আহ্বায়ক
মুহসীন হোসেন
বিদ্যুৎ, যুগ্ম
আহ্বায়ক নুরুজ্জামান
মোল্লা, আসলাম
মিয়া, এম.এন জামান
প্রমূখ।
এ সময়
বক্তারা কেন্দ্রীয়
বিএনপির যুগ্ম
মহাসচিব ও
জেলা বিএনপির
সভাপতি সাবেক
এমপি খায়রুল
কবির খোকন
ও তার
সহধর্মিনী মহিলা দল কেন্দ্রীয় কমিটির
সাধারণ সম্পাদক
শিরিন সুলতানাসহ
আহতদের সুস্থতা
কামনা করে
দোয়া-মাহফিল
অনুষ্ঠিত হয়েছে।
0 comments:
Post a Comment